সরকারি প্রকল্প

পিএম কিষান প্রকল্পে e-KYC নিয়ে বড়ো ঘোষণা । New Update for e-KYC in PM Kisan

পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের নতুন কিস্তির টাকা দেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ২০০০ টাকা করে পাবেন। কিন্তু পিএম কিষান যোজনায় টাকা পাওয়ার জন্য প্রত্যেককে e-KYC করার কথা বলা হয়েছিলো (New Update for e-KYC in PM Kisan)। কিন্তু অনেকেই তা না করানোর জন্য পিএম কিষান প্রকল্পের নতুন কিস্তির টাকা পাননি। এবার তা নিয়েই চলে এসেছে বড়ো আপডেট।

• কী সেই নতুন আপডেট?
পিএম কিষান প্রকল্পে e-KYC করানোর শেষ তারিখ ৩১শে মে, ২০২২ ধার্য করা হয়েছিল। কিন্তু অনেকেই এই তারিখের মধ্যে e-KYC না করানোর ফলে সরকারের তরফে পুনরায় e-KYC করার শেষ তারিখ ৩১শে জুলাই,২০২২ করা হয়েছে।

এজন্য আপনি পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ তে যান। তাহলেই হোম পেজের উপরের দিকেই বড়ো করে Deadline of eKYC for all the PMKISAN beneficiaries has been extended till 31st July 2022 এই লেখাটি রয়েছে অর্থাৎ পিএম কিষান প্রকল্পের উপভোক্তাদের e-KYC করানোর শেষ তারিখ ৩১শে জুলাই,২০২২ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

• আরও পড়ুন:- শুরু হয়ে গেলো ওয়েসিস স্কলারশিপ ২০২২-২৩ এর আবেদন প্রক্রিয়া , মোবাইলের মাধ্যমে সহজেই আবেদন করুন

• অনলাইনে বাড়িতে বসে e-KYC করানোর জন্য কী কী প্রয়োজন?
শুধুমাত্র আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকলেই e-KYC করাতে পারবেন।

• কীভাবে করবেন e-KYC?
(১) প্রথমে https://pmkisan.gov.in/ ওয়েবসাইটটিতে যান।

(২) এবারে Farmers corner লেখাটির নীচে e-KYC তে ক্লিক করুন।

(৩) এরপর নিজের আধার নম্বর দিয়ে Search অপশনে ক্লিক করুন।

(৪) এবার আপনার আধার নম্বরের সঙ্গে লিংক থাকা মোবাইল নম্বরে একটি OTP আসবে সেটি লিখে Sumbit এ ক্লিক করলেই সহজে আপনার e-KYC হয়ে যাবে এবং পিএম কিষানের পরবর্তী কিস্তির টাকা আপনি পাবেন।

এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button