স্কলারশিপ তথ্য

নিকন স্কলারশিপ প্রোগ্রাম ২০২১-২০২২ | Nikon Scholarship Program, 2021-2022

ফিনিক্স বাংলায় সকলকে স্বাগত।  আজ আমরা আলোচনা করবো নিকন স্কলারশিপ নিয়ে। এই স্কলারশিপে আবেদন করতে যোগ্যতা কি লাগে? কত টাকা পাওয়া যায়? কারা কারা আবেদন করতে পারবে সমস্ত থাকবে এই পোষ্টে। 
 
 
• আবেদনের শেষ তারিখ ৩১ শে অগাস্ট,২০২১।
 
এই স্কলারশিপে আবেদন করতে হলে কিছু যোগ্যতার প্রয়োজন হয়ে থাকে। যেমন-
(ক) আপনি যদি ৩ মাস বা তার বেশি কোনোরকম কোনো ফটোগ্রাফি কোর্স করে থাকেন তাহলে আপনি এই স্কলারশিপে আবেদন করার জন্য যোগ্য।
(খ) নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। 
(গ) পারিবারিক বাৎসরিক আয় ৬ লাখের নীচে হতে হবে।
 
 
○ কত টাকা পাওয়া যায়- 
এই স্কলারশিপে আবেদন করলে যোগ্য আবেদনকারীদের সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে।
 
 
• এই স্কলারশিপে আবেদন করার জন্য যে যে ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হলো-
° ফটো আইডেন্টিটি প্রুফ,
° অ্যাড্রেস প্রুফ,
° উচ্চমাধ্যমিক -এর মার্কশিট (সেল্ফ অ্যাটাস্টেট করা) ,
° কলেজে ভর্তি হওয়ার কলেজ আইডি বা অ্যাডমিশন রিসিপ্ট,
° কারেন্ট অ্যাকাডেমিক ইয়ারের রিসিপ্ট ফি,
° ব্যাংকের পাসব‌ই এর ডিটেইলস ( তিনটে ক্যান্সেল চেক এবং পাসবই-এর ফটোকপি)।
 
 
 
• কিকরে আবেদন করবেনঃ- https://www.buddy4study.com/page/nikon-scholarship-program এই লিঙ্কে ক্লিক করে আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
 
• অনান্য স্কলারশিপ:- 

সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির খবর সহ সমস্ত স্কলারশিপ ও সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে আজই প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের WB Job News অ্যাপ।

 

Download WB Job News Android App

 

   হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ঃ- Whatsapp

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button