পুরানো এক টাকার নোট আপনাকে করে তুলতে পারে কোটিপতি । one rupees note can change your destiny
মানুষের চাহিদা দিনের পর দিন বেড়েই চলছে। বর্তমান সমাজে মানুষের স্বপ্ন আকাশছোঁয়া। সবাই কম সময়েই নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, নিজেদের স্বপ্ন গুলো পূরণ করতে চায়। তাই মানুষ তাদের বুদ্ধিমত্তাকে বিভিন্নভাবে কাজে লাগিয়ে তাদের প্রাথমিক চাহিদা গুলো মেটাবার চেষ্টা করে। অনেকেই আবার লটারির প্রতি আকৃষ্ট হয়। আসল কথা টাকা উপার্জন করা। টাকা ছাড়া পৃথিবীটাই যেন অচল। আর তা যদি আসে কোনো কাজ বা কষ্ট না করেই তাহলে তো দারুন ব্যাপার। আজ আমরা আপনাদেরকে এমনই একটি কাজের কথা বলবো, যার মাধ্যমে আপনি ঘরে বসেই প্রায় লক্ষাধিক টাকা উপার্জন করতে পারেন। কীভাবে করবেন? কোথায় করবেন সেই সমস্ত কিছু নিয়ে রইলো বিস্তারিত:-
আপনার কাছে যদি এক টাকার কোনো পুরোনো নোট থেকে থাকে, তাহলে আপনি সেই নোট বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তবে সেই পুরোনো এক টাকার নোটটা হতে হবে ভারতের অর্থ দপ্তরের সচিব এর হস্তাক্ষর যুক্ত। ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই থাকলে কিন্তু সেটা গ্রাহ্য করা হবে না ।
এই রকম নোট যদি আপনার কাছে থেকে থাকে বা আপনার পরিচিতি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে আপনি অত্যন্ত চড়া দামে তা বিক্রি করতে পারেন। কারণ এমন নোটের বিশেষ চাহিদা রয়েছে।
• আরও পড়ুন:- আপনার এলাকায় কোথায় ও কবে দুয়ারে সরকার ক্যাম্প হবে, জেনে নিন এইভাবে
এই নোট গুলি বিক্রি করতে আপনাকে সাহায্য নিতে হবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ওয়েবসাইটের ।
যেমন, ভারতের একটি বিখ্যাত জিনিস কেনা বেচার ওয়েবসাইট হলো ওএলএক্স, এখানে আপনি আপনার প্রোডাক্টটা অর্থাৎ এক টাকার নোটটা বিক্রি করতে পারেন তার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। চলুন জেনে নিই সেগুলি
১। প্রথমে নিজের নাম এবং ব্যক্তিগত ডিটেইলস দিয়ে এই ওয়েবসাইটে আপনাকে লগ ইন করতে হবে।
২। তারপরে নিজেকে বিক্রেতা হিসেবে নাম নথিভুক্ত করাতে হবে এবং তারপরে আপনার প্রোডাক্টগুলির একটা লিস্ট তৈরি করতে হবে। তারপরে আপনাকে একটি ক্যাটাগরি তৈরি করতে হবে।
ব্যাস, এই সমস্ত কাজ সম্পূর্ণ হলেই আপনি আপনার সেলের লিংকটা শেয়ার করুন আপনার পরিচিতদের সাথে।
এরপরে যদি আপনার প্রোডাক্টটি কেউ কিনতে চায় তাহলে আপনার সাথে তারা যোগাযোগ করে নেবে। এছাড়াও ওএলএক্সও কিছু কাস্টোমারের কাছে আপনার প্রোডাক্টের নোটিফিকেশন পাঠিয়ে দেবে। এভাবেই আপনি এক টাকার নোটটা বিক্রি করে একটা বড়ো অংকের অর্থ উপার্জন করে নিতে পারেন । ওএলএক্স ছাড়াও ইন্ডিয়ামার্ট ওয়েবসাইট এর সাহায্যেও এই কাজটি করে নিতে পারবেন।