টেক নিউজ

Pan Aadhar Link – প্যান আধার লিঙ্ক না থাকলে পাবেন না FD সহ কোন প্রকল্পের টাকা, তাছাড়া বাঁধা পরবে এই 21টি কাজে।

Pan Aadhar Link – আজই করুন, নইলে সর্বনাশ।

৩১শে মার্চের মধ্যে প্যান আধার লিঙ্ক (Pan Aadhar Link) না করলে আপনার ইনভেস্টমেন্টের বেশি কাজই হবেনা। ২০২২ সালের মার্চ মাসে আয়কর দপ্তর ঠিক করেছিল আধার প্যান লিঙ্ক করাতে কিন্তু বেশি লোকই করায়নি তাই আবার সময় বাড়ায়। এই বছরের ৩১শে মার্চ শেষ তারিখ দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যে আপনি আধার প্যান লিঙ্ক না করলে বিপদে পড়বেন এবার নিজেই আর কোনো ছাড় দেবেনা আয়কর দপ্তর।

আপনার প্যান নাম্বার সবধরনের আপনার আর্থিক লেনদেনের সাথে যুক্ত। আয়কর দপ্তর ঘোষণা করেছে একজন করদাতা ব্যাক্তিকে প্রায় ১০০০ টাকা জরিমানা দিতে হতে পারে। অনেকেই ভাবে আধার কার্ডের বিকল্প কিন্তু প্যান আধার লিঙ্ক (Pan Aadhar Link) না করা থাকলে এই নাম্বার আপনি কোথাও ব্যাবহার করতে পারবেন না।

ঘরে বসে মাত্র 5 মিনিটে আধার কার্ডের তথ্য পরিবর্তন করবেন কীভাবে? না জানলে জানুন।

আপনার এই ডকুমেন্ট দিয়ে আপনি যদি ইনভেস্টমেন্ট করে রাখেন স্টকে শেয়ার মার্কেটে সেই কাজ ব্যাহত হতে পারে। এরপর থেকে ডিমেট অ্যাকাউন্ট আর খুলতে পারবেন না। ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট আছে যেখানে সেটাও আর কাজ করবেনা।

তবে আপনি যদি ১৯৬১ সালের নন রেসিডেন্ট ট্যাক্সেবল পার্সন হন সেক্ষেত্রে আপনাকে এই প্যান যুক্ত করতে করতে হবেনা। আশি বছরের ঊর্দ্ধে ব্যাক্তিদের ক্ষেত্রেও এই ক্ষেত্রে আয়কর দপ্তর ছাড় দিয়েছে। যেসকল বাসিন্দা কাশ্মীর, আসামের তারাও এই নিয়মের বাইরে।

প্যান আধার লিঙ্ক (Pan Aadhar Link) না করলে অনলাইন ব্যাঙ্কের কোনো পরিষেবা পাওয়া যাবেনা। গুগল ম্যাপ ব্যাবহার করা যাবেনা। যেসকল ব্যাক্তি চাকরি করে তাদের চাকরি পরিবর্তন হলে সমস্যার সম্মুখীন হতে পারে। KYCতে টেকনিক্যাল সমস্যা তৈরি হতে পারে।

তাই অপেক্ষা না করে এই লিঙ্কটা করে নিন বাড়ি বসে। পরে সম্পত্তি কিনলে জটিলতা তৈরি হতে পারে। আপনি পঞ্চাশ হাজার টাকার বেশি কোনো ব্যাঙ্কে লেনদেন করতে পারবেননা একদমই। নতুন গাড়ি কিনতে এবং পুরোনো গাড়ি কেনাই একই রকম সমস্যা হবে।

পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা, বাড়ি বসেই এবার ভোট দিতে পারবেন, কিভাবে পাবেন এই সুবিধা?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button