সরকারি প্রকল্প

প্রকাশিত হলো পিএম কিষানের নতুন লিস্ট, এখনই দেখে নিন । PM Kisan new list published 2022

কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো পিএম কিষান যোজনা। এমন অনেকে রয়েছে যারা নতুন করে পিএম কিষানে আবেদন করেছিলেন, তাদের জন্য রয়েছে খুশির খবর। পিএম কিষানের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে (PM Kisan new list published), যেখানে নতুন কৃষকদের নাম প্রকাশিত হয়েছে। আপনি যদি নতুন করে পিএম কিষানে আবেদন করে থাকেন তবে এই পদ্ধতি অবলম্বন করে দেখে নিন আপনার নাম উঠেছে কিনা।

পিএম কিষানের লিস্ট চেক করবার জন্য আপনাকে সবার প্রথমে কেন্দ্রীয় সরকারের পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। লিঙ্ক নীচে দেওয়া রইলো।

(ক) এরপর আপনাকে কিছুটা স্ক্রল করে Farmers Corner লেখা দেখতে পাবেন এবং তার নীচে অনেককটা অপশন দেখতে পাবেন।

(খ) সেখান থেকে Beneficiary List অপশনটিতে ক্লিক করতে হবে।

আরও পড়ুন:- রাজ্যের মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ

এরপর আপনাকে আপনার রাজ্য, জেলা, ব্লক, গ্রাম এর নাম সঠিক ভাবে ফিল করতে হবে এবং তারপর Get Report এ ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে একটি লিস্ট খুলে যাবে, সেই লিস্টেই আপনি আপনার এলাকার সকলের নাম দেখতে পাবেন। এই লিস্টে আপনার নাম থাকলেই বুঝবেন আপনার নাম পিএম কিষানে উঠে গিয়েছে এবং পরবর্তী কিস্তির টাকাও আপনি পেতে চলেছেন।

• অফিসিয়াল ওয়েবসাইট:- Link

এরকম আর‌ও তথ্য সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম  আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button