সরকারি প্রকল্প

PM Kisan new update – পিএম কিষাণের নিয়মে আনা হলো দুই বড়ো পরিবর্তন। করতে হবে এই দুটি কাজ

বর্তমান সময়ে বাংলা কৃষকদের মধ্যে যে দুটি প্রকল্প নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা দেখা যায় তার মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এবং অপরটি কৃষক বন্ধু প্রকল্প। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় বর্তমানে ১৩ নাম্বার কিস্তির কথা চলছে। সাধারন মানুষ নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাবার জন্য গভীর আগ্রহে অপেক্ষা করে আছেন। যেকোনো দিন এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে।

তবে আপনি কি জানেন? প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে PM Kisan new update। যে বিজ্ঞপ্তিতে কৃষকদের দুটি গুরুত্বপূর্ণ কাজ করতে বলা হয়েছে। যেই দুটি কাজ কোনো কৃষক যদি না করে তবে সে কোনোভাবেই এই প্রকল্পের টাকা পাবেন না। নোটিফিকেশনে বলা হয়েছে, এই দুই শর্ত না মানলে আপনি যদি ১২ নাম্বার কিস্তি পর্যন্ত টাকা পেয়েও থাকেন তবুও আপনি ১৩ নাম্বার কিস্তির টাকা কোনোভাবেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না।

যে দুটি কাজ আপনাদের করতে হবে, সেগুলোর প্রথমটি হলো eKyc, আপনি আপনার PM Kisan এর স্ট্যাটাস চেক করে দেখুন। যদি আপনার eKyc Done এর ঘরে Yes লেখা থাকে তবে আপনাকে আর কিছু করতে হবে না, কারন এক্ষেত্রে আপনার eKyc করা রয়েছে (PM Kisan new update)। কিন্তু যদি সেখানে No লেখা থাকে তবে আপনাকে যতো শীঘ্র সম্ভব eKyc করতে হবে। eKyc আপনি বিভিন্ন ভাবে করতে পারেন। আপনার মোবাইলের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক করা থাকে তবে আপনি ঘরে বসে পিএম কিষাণের ওয়েবসাইটে গিয়ে eKyc করতে পারেন। এবং আপনার মোবাইলে সঙ্গে যদি আধার লিঙ্ক না করা থাকে তবে আপনি আপনার বাড়ির কাছের কোনো বাংলা সহায়তা কেন্দ্র বা CSC সেন্টারে গিয়ে এই কাজটি করতে পারেন।

ATM Card ব্লক হয়ে গেছে, আনব্লক করবেন কিভাবে, জেনে নিন এখনই

এবং দ্বিতীয় যে শর্তটি রাখা হয়েছে, সেটি হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট DBT সক্রিয় হতে হবে। এটির মানে হলো এখন থেকে এই প্রকল্পের টাকা শুধুমাত্র DBT সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টেই দেওয়া হবে। অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে না। আপনার আধার কার্ডের মাধ্যমে টাকা পাঠানো হবে এবং আপনার আধার কার্ডে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা পাবেন। এটি করবার জন্য আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে শুধু বলতে হবে আমার অ্যাকাউন্টে আধারের মাধ্যমে পেমেন্ট নিতে চাই তাই আপনারা আমার অ্যাকাউন্টে DBT করিয়ে দিন।

এই ছিলো আজকের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। এরকম আরো গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button