সরকারি প্রকল্প

প্রকাশিত হলো পিএম কিষানের পরবর্তী কিস্তির লিস্ট, আপনার নাম আছে কিনা চেক করে নিন । PM Kisan next installment list published

পিএম কিষান প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অতি দ্রুত কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে। কিন্তু প্রকল্পের আওতাভুক্ত সব কৃষকরা এই পরবর্তী কিস্তির টাকা পাবেন না। সম্প্রতি পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে কোন কোন কৃষকেরা পরবর্তী ইনস্টলমেন্ট এর টাকা পাবেন, তাদের সম্পূর্ণ তালিকা ঘোষণা করা হয়েছে (PM Kisan next installment list published)। যদি আপনার নাম এই টাকা প্রাপকদের তালিকায় না থাকে তাহলে আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের ১১ তম কিস্তির ২০০০ টাকা থেকে বঞ্চিত হবেন।

• কী করে এই তালিকা চেক করবেন?

(১) প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ তে যাবেন।

(২) তারপরে মোবাইলে এই ওয়েবসাইটটি খুললে স্ক্রল করে নীচের দিকে Farmers Corner অপশনটি পাবেন। (কম্পিউটারে বা ডেস্কটপ ভার্সনে এই অপশনটি হোমপেজের উপরেই ডানদিকে পেয়ে যাবেন )

(৩) তার নীচে অনেকগুলি বক্সের মধ্যে Beneficiary List লেখা বক্সটিতে ক্লিক করবেন।

(৪) এবার পরপর
১) State (আপনার রাজ্য),
২) District (আপনার জেলা ),
৩) Sub-district
৪) Block (আপনার ব্লক )
৫) Village (আপনার গ্রাম )
সিলেক্ট করবেন এবং সবশেষে Get Report অপশনে ক্লিক করবেন।

তাহলেই আপনি আপনার গ্রামের পিএম কিষানের পরবর্তী কিস্তির টাকা প্রাপকদের নামের তালিকা দেখতে পাবেন। সেই তালিকা ভালোমতো চেক করে আপনার নাম, আপনার বাবার নাম আছে কিনা জেনে নিন। যদি এই তালিকায় আপনার নাম থাকে তাহলে বুঝবেন যে পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের পরবর্তী ১১ তম কিস্তির ২০০০ টাকা আপনার অ্যাকাউন্টে নিশ্চিত ঢুকবে।

যদি আপনি e-KYC না করে থাকেন, তাহলে Beneficiary List এ আপনার নাম দেখাবে না। তাই অতিদ্রুত e-KYC করে নিন। e-KYC কী করে করবেন তা পাশের লিংকে ক্লিক করে দেখে নিন – Link

• নিজের নাম চেক করুন:- Link

এইরকম সরকারি প্রকল্প সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button