ব্যাঙ্ক ও পোস্ট অফিস

পোস্ট অফিসের সেরার সেরা স্কীম, 10 বছরের সঞ্চয়পত্রে পান দ্বিগুন টাকা, থাকছে আরও অনেক সুবিধা।

পোস্ট অফিসের এই স্কীম আর কি কি সুবিধা পাবেন জানতে হলে পড়ুন বিস্তারিত।

পয়সা উপার্জনের সাথে ইনভেস্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর সকল ভারতীয়ের কাছে পোস্ট অফিস হল টাকা ইনভেস্টমেন্টের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এই ইনভেস্টমেন্টের টাকা সবাই নিশ্চিত রিটার্ন নিয়ে ফেরত পেতে চাইবে। সবার আগে নিরাপত্তা বলতেই মাথায় আসে ভারতবর্ষের প্রথম সারির ব্যাঙ্কগুলি। কিন্তু কেন্দ্রের তরফে পোস্ট অফিস গুলিকে ঢেলে সাজানো হয়েছে যাতে মানুষের বিশ্বাস ফেরত পাওয়া যায়।

এইসময়ে দাঁড়িয়ে অনেকেই শেয়ার মার্কেট, ক্রিপ্টোকারেন্সি এসবে ইনভেস্টমেন্ট করছে। সেগুলিতে রিটার্ন বেশি থাকলে রিস্ক অনেক বেশি। তাই এখনও দেশবাসীর সবথেকে প্রিয় ইনভেস্টমেন্টের জায়গা ফিক্সড ডিপোজিট। এখানে বিভিন্ন ব্যাঙ্কের ইন্টারেস্ট রেট আলাদা আলাদা হয়। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে পোস্ট অফিসের ইন্টারেস্ট রেট সবথেকে বেশি। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই ইন্টারেস্ট আর একটু বেশি পাওয়া যায়।

পোস্ট অফিসের এই স্কিম দিচ্ছে প্রতি মাসে ভালো টাকা আয়ের সুযোগ, আবেদন করুন আজই

পোস্ট অফিসের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটে ১ বছরের জন্য ৬.৬ শতাংশ, দুই বছরে ৬.৮ শতাংশ, ৩ বছরে ৬.৯ শতাংশ এবং পাঁচ বছরে সাত শতাংশ সুদ দেওয়া হয়। এবার ধরুন আপনি ৫ লাখ টাকা জমা রাখলেন পোস্ট অফিসে পাঁচ বছরের জন্য সেক্ষেত্রে ৭ শতাংশ সুদে পাঁচ বছর পর পাবেন সাত লাখ সাত হাজার তিনশো ঊননব্বই টাকা।

এই পুরো টাকা যদি আপনি আরো পাঁচ বছরের জন্য জমা রাখেন তাহলে সুদ পাবেন ৫,০০,৭৯৯ টাকা এবং এই পাঁচ বছর পরে ফেরত পাবেন ১০,০০,৭৯৯ টাকা। ৩১ শে মার্চের আগে যদি টাকা ফিক্সড ডিপোজিট করেন তবেই এই সুবিধা পাবেন। এরপর সুদের নতুন নিয়ম আসতেও পারে। আপনাকে টাকা তিনমাস ছাড়া দিয়ে দেওয়া হবে।

বাৎসরিক ভাবে হিসাব বের করলেও এবং টাকার পরিমাণ চক্রবৃদ্ধি সুদে ফেরত দেওয়া হবে। এখানে আপনি নিশ্চিত ভাবে আপনার টাকা ফেরত পেয়ে যাবেন। এই পরিমাণ রিটার্ন আপনাকে কোনো ব্যাঙ্কও দিতে পারবেনা। তাই আপনার পরিশ্রমের টাকা সঠিক মূল্য পাক আপনি যদি চান তাহলে বাছাই করে নিন কোন মাধ্যমে কোথায় রাখবেন আপনার পুঁজি। একটা কথা ইনভেস্টমেন্টের মার্কেটে খুব পরিচিতি আপনি রিস্ক নিলে আপনার হাই কিন্তু সেটি সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভর করে আছে।

ব্যাংক না পোষ্ট অফিস, কোথায় টাকা রাখলে বেশি লাভ, হিসাব দেখে সিদ্ধান নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button