চাকরির পরীক্ষা

Post Office Recruitment – প্রকাশিত হল গ্রামীণ ডাক সেবক পদের চাকরির Cut Off সহ DV লিস্ট। দেখে নিন এক্ষুনি।

Post Office Recruitment – এক ক্লিকে দেখে নিন লিস্ট।

ভারতীয় পোস্ট বিভাগের গ্রামীণ ডাক সেবকদের কাট অফ প্রকাশিত হয়েছে (Post Office Recruitment)। এই চাকরি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় চাকরি না হলেও এখানে সমস্ত ধরনের সুযোগ পাওয়া যায় সরকারি। এই পদ থেকে পাঁচ বছর পর পরীক্ষা দিয়ে পোস্টাল অ্যাসিস্টেন্ট পদে যোগদান করা যায়। ছুটি থেকে বোনাস সবটাই সাধারণ পোস্ট অফিসে চাকরি করা অন্য ব্যাক্তিদের মতোই পাওয়া যায়।

জেনারেল ক্যাটাগরির জন্য এখানে কাট অফ রাখা হয়েছে ৫০ শতাংশ এবং SC/ST/OBC ক্যাটাগরির লোকদের জন্য ৪৫ শতাংশ। এই কাটঅফের থেকে বেশি স্কোর করলে পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করে যাবে। কাট অফ কিন্তু একই থাকেনা আবেদনকারীর সংখ্যার উপর নির্ভর করে কমিটি সিদ্ধান্ত নেয়।

প্রকাশিত হলো প্রাথমিক টেটের উত্তরপত্র যাচাইয়ের তারিখ। জানুন কবে?

এই গ্রামীণ ডাক সেবকদের মধ্যে GDS, ABMP, BPM পোস্টের কাট অফ রিলিজ হয়নি (Post Office Recruitment)। টোটাল শূন্যপদের সংখ্যা ৪০,৮৮৯ জন। দশম শ্রেণীর রেজাল্ট এবং অন্যান্য আরো কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়।

আপনি যদি কাট অফ দেখতে চান তাহলে Indiapostgdsonline এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করলেই বামদিকের সাইডবারে গিয়ে আপনার তথ্য দিলেই কাট অফ বেরিয়ে আসবে।

এবছরের কাটঅফগুলি হলো জেনারেলদের ৮৪-৯৪ শতাংশ। EWSদের ৮৩-৯০ শতাংশ। অন্যান্য অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পিছিয়ে পড়াদের জন্য ৭৯-৮৮ শতাংশ। সিডিউল কাস্ট (SC) দের জন্য ৭৯-৮৭ শতাংশ। সিডিউল ট্রাইব (ST) দের জন্য ৭৮-৮৪ শতাংশ। প্রতিটি রাজ্যভিত্তিক এই কাট অফ পরিবর্তন হয়ে যাবে।

যদি আপনি কোয়ালিফাই করে যান তাহলে আপনার বাড়িতে ডাক মারফতই চিঠি আসবে। একবার এই চাকরি পেলে আপনার ভবিষ্যত নিশ্চিত। তাই বুঝে নিজের সব ডকুমেন্ট আপলোড করুন। কাট অফ বুঝে আপনি অন্য যেকোনো রাজ্যেও ফর্ম ফিল আপ করতে পারেন যদি আপনার সমস্যা না হয়।

পশ্চিমবঙ্গে বদলে গেল রেশন তোলার নিয়ম, হাতের ছাপ লাগবে না, দোকানে যাওয়ার আগে জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button