বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হবে মহিলাদের। কিভাবে পাবেন এই সেলাই মেশিন, জেনে নিন । Pradhanmantri Free Silai Machine Yojana apply 2022
আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন প্রকল্পের আপডেট। তবে এই প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ প্রযোজনায় দেশের দরিদ্র মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হচ্ছে। এই যোজনাটি পিএম ফ্রি সিলাই মেশিন যোজনা (Pradhanmantri Free Silai Machine Yojana 2022) নামে পরিচিত।
বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলের মহিলাদের পেশা হিসেবে সেলাই যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দরিদ্র ও শ্রমজীবী মহিলাদের সাহায্য করা এবং স্বনির্ভর করে তোলাই এই যোজনার মূল উদ্দেশ্য। পিএম ফ্রি সিলাই মেশিন যোজনার অধীনে প্রায় ৬০,০০০ শ্রমজীবী মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হবে। আজ আমরা আলোচনা করবো কিভাবে আপনারা এই যোজনার অধীনে সেলাই মেশিনের জন্য আবেদন করতে পারবেন, কি কি নথি প্রয়োজন আবেদনের জন্য এরূপ প্রয়োজনীয় তথ্যগুলি।
চলুন তবে দেখে নেওয়া যাক, কারা এই যোজনার সুবিধা পাবেন:-
১. এই যোজনায় আবেদনের ক্ষেত্রে মহিলাদের বয়স অবশ্যই ২০-৪০ এর মধ্যে হতে হবে।
২. যেসকল মহিলাদের পরিবারের বাৎসরিক আয় ১২,০০০ টাকার কম তারা এই যোজনার অধীনে সেলাই মেশিনের জন্য আবেদন করতে পারবেন।
৩. এছাড়াও বিধবা এবং বিশেষভাবে অক্ষম মহিলারাও এই যোজনার অধীনে সেলাই মেশিনের জন্য আবেদন করতে পারবেন।
• আবেদন পদ্ধতি:-
১. প্রথমেই আপনাকে Goverment of India-এর ওয়েবসাইটে গিয়ে এই স্কিমের জন্য প্রয়োজনীয় ফর্মটি ডাউনলোড করতে হবে। (ফর্মটির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রইলো।)
২. এরপর ফর্মটি প্রিন্ট করে আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে।
৩. এরপর ওই ফর্মটির সাথে প্রয়োজনীয় নথি এবং ফটো যুক্ত করতে হবে।
৪. সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে এবং সমস্ত নথি যুক্ত করে ফর্মটি আপনার নিকটবর্তী এই যোজনা সংক্রান্ত অফিসে জমা করতে হবে।
এই সমস্ত তথ্য যাচাই করার পর নির্বাচিত মহিলাদের সেলাই মেশিন প্রদান করা হবে।
• আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. আবেদনকারীর আধার কার্ড
২. বয়সের শংসাপত্র
৩. বৈধ মোবাইল নম্বর
৪. পাসপোর্ট সাইজের ফটো
৫. বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফকেট
৬. পরিবারের বাৎসরিক আয়ের সার্টিফিকেট
৭. সেলাইয়ের পূর্ব অভিজ্ঞতার সার্টিফিকেট
৮. বিশেষভাবে সক্ষম মহিলাদের ক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট
৯. জাতিগত শংসাপত্র
• আবেদন পত্র:- Link
এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।