রাজ্য

ফের বাড়তে চলেছে রান্নার গ্যাসের দাম! শুরু হয়েছে নতুন জল্পনা । Price Hike of LPG Cylinder 2022

দেশে যেভাবে প্রায় প্রতিমাসেই রান্নার গ্যাসের দাম (Price Hike of LPG Cylinder) বাড়ছে তা নিয়ে সাধারণ মধ্যবিত্ত পরিবারের নাজেহাল অবস্থা। নিত্য প্রয়োজনীয় জ্বালানি পেট্রোল-ডিজেল, দৈনন্দিন ব্যবহারের সামগ্রী, গুরুত্বপূর্ণ ওষুধ প্রভৃতির অত্যাধিক দামবৃদ্ধির ফলে দেশের আমজনতা সর্বশান্ত হয়ে পড়েছে। অনেকে রান্নার গ্যাসের সিলিন্ডারের দামবৃদ্ধির (Price Hike of LPG Cylinder) ফলে ফের উনোনে রান্না করার দিকে ঝুঁকেছেন। এরই মধ্যে ফের রান্নার গ্যাসের সিলিন্ডারের দামবৃদ্ধি নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে।

উল্লেখ্য, মে মাসেই দুবার রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিলো। প্রথমে ৭ই মে তারিখে ৫০ টাকা ও পরে ১৯শে মে তারিখে ফের ৩.৫০ টাকা দাম বাড়ানোর ফলে ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম প্রায় ৫৩.৫ টাকা বেড়ে কলকাতা, দিল্লী, মুম্বাই সহ সারা দেশেই সর্বকালীন রেকর্ড গড়ে ১০০০ এর গন্ডি পার করেছিলো। কিছুদিন পরে অবশ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ প্রধানমন্ত্রী উজ্জলা যোজনার অন্তর্ভুক্ত পরিবারগুলোকে প্রতি সিলিন্ডার পিছু ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করায় কিছুটা হলেও সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলো। কিন্তু এবার জুন মাসের শুরুতে ফের রান্নার গ্যাসের দামবৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

• আরও পড়ুন:- শুধু মোবাইলে আবেদন করেই পেয়ে যাবেন নতুন ডিজিটাল রেশন কার্ড

একনজরে দেশের চারটি বড়ো শহরে রান্নার গ্যাসের দাম –

• দিল্লীতে – ১০০৩ টাকা
• মুম্বাইয়ে – ১০০২ টাকা
• কলকাতাতে – ১০২৯ টাকা
• চেন্নাইয়ে – ১০১৮.৫ টাকা

সূত্রের খবর, জুন মাসের মধ্যেই দামবৃদ্ধির ফলে ১১০০ এর গন্ডি ছুঁতে পারে ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম। উল্লেখ্য, আমাদের দেশে রান্নার গ্যাসের দাম ধার্য করা হয় IPP অর্থাৎ ইমপোর্ট প্যারিটি প্রাইসের ওপর নির্ভর করে। সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্রের দামই আমাদের দেশে LPG এর দামের নির্ণায়ক। তাই বড়ো বড়ো খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলোর দ্বারা এলপিজি এর দামবৃদ্ধি করা হলে পুনরায় তার প্রভাব এসে পড়বে ভারতবর্ষে। কারণ আমাদের দেশে LPG এর চাহিদার বেশিরভাগটাই নির্ভর করে আমদানির ওপরে। তাই নতুন মাসের শুরুতে গ্যাসের দামবৃদ্ধির জল্পনার মধ্যে সাধারণ মানুষ ফের অশনিসংকেত দেখতে শুরু করেছে।

এরকম আর‌ও তথ্য সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম  আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button