চাকরির পরীক্ষা

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে । Punjab National Bank Group-D Recruitment

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। রাজ্যের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চ অফিসের তরফ থেকে গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মহিলা-পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

• আবেদনের শেষ তারিখ:- আবেদনের শেষ তারিখ ১৯ শে ফেব্রুয়ারি,২০২২

(ক) পোস্টের নাম:- সুইপার (গ্রুপ-ডি)
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ২৮ টি (UR-১২, SC-৬, ST-১, OBC-৬, EWS-৩)। এছাড়াও PWD প্রার্থীদের জন্য ১ টি আসন সংরক্ষিত করা রয়েছে।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ লা জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা সম্পন্ন হতে হবে। তবে নিরক্ষর প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৪,৫০০-২৮,১৪৫ টাকা।

• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে। একটি সাদা কাগজে আবেদন ফর্মের ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফর্মের ফরম্যাটটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রইলো। ফর্ম পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামের ভেতর ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে । খামের উপরে লিখতে হবে Application for the post of PTS at Punjab National Bank- Kolkata West circle, Category (UR/SC/OBC/EWS)

• আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- The Chief Manager, HRD Department, Punjab National Bank, Human Resources Department, Circle Office, Kolkata (West), United Tower, 3rd floor, 11, Hemanta Bose Sarani, Kolkata-1

• আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করতে হবে সেগুলি হলো-
(১) বয়সের প্রমাণপত্র,
(২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
(৩) কাস্ট সার্টিফিকেট,
(৪) স্কুল লিভিং সার্টিফিকেট,
(৫) রেসিডেন্সিয়াল প্রুফ,
(৬) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড,
(৭) প্যান কার্ড,
(৮) আধার কার্ড,
(৯) সম্প্রতি তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটোকপি।

• নিয়োগের স্থান:- এই নিয়োগটি করা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কলকাতা উত্তর সার্কেল অফিসে।

• আবেদন ফর্মের ফরম্যাট:- Link

• অফিসিয়াল ওয়েবসাইট:- Link

বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।

সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button