ব্যাঙ্ক ও পোস্ট অফিস

Punjab National Bank important update: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকের জন্য বড়ো খবর, এই মাসের মধ্যে সকল গ্রাহককে করতে হবে এই কাজ, নাহলে পড়তে হবে বিপদে

বর্তমানে প্রায় অধিকাংশ ক্ষেত্রেই KYC (Know Your Customer) প্রায় বাধ্যতামূলক করা হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের পাশাপাশি ব্যাঙ্কিং এর ক্ষেত্রেও গ্রাহকদের kyc করার নির্দেশ দেওয়া হচ্ছে । কিন্তু বহুবার বলা সত্ত্বেও অনেকেই KYC সম্পন্ন করেন না। তাদের জন্যই এবার দুঃসংবাদ! দেশের জনপ্রিয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের গ্রাহকদের ৩১ শে আগস্ট,২০২২ তারিখের মধ্যে KYC আপডেট করার নির্দেশ দিয়েছে (Punjab National Bank important update)। আর তা না করলে একাধিক সমস্যার মুখে পড়তে হতে পারে উক্ত ব্যক্তিদের।

দেশের অন্যতম জনপ্রিয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) তাদের গ্রাহকদের KYC আপডেট করার নির্দেশ দিয়েছে। এবিষয়ে উক্ত ব্যাংকের তরফ থেকে গত বুধবার ১৭ ই আগস্ট,২০২২ তারিখে একটি ট্যুইট করে বিস্তারিত জানানো হয়েছে। RBI -এর নিয়মানুসারে, সমস্ত গ্রাহকদের KYC আপডেট করা বাধ্যতামূলক। সেইজন্যই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের গ্রাহকদের KYC আপডেট করতে বলেছে। ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, যে সকল গ্রাহক ৩১ শে মার্চ,২০২২ তারিখের মধ্যে তাদের KYC আপডেট করেননি তারা ৩১ শে আগস্ট,২০২২ তারিখের মধ্যে তা নিজের ব্রাঞ্চে যোগাযোগ করে KYC আপডেট করে নেবেন। উল্লেখ্য, KYC আপডেটের জন্য সাধারণত একজন গ্রাহককে তার সাম্প্রতিক ফটো, প্যান নম্বর, ঠিকানার প্রমাণপত্র হিসেবে কোনো একটি ডকুমেন্টস যেমন:- আধার কার্ড / পাসপোর্ট প্রভৃতি সমস্ত তথ্যাদি জমা দিতে হয়। যদি কেউ উক্ত সময়সীমার মধ্যে এই KYC আপডেট না করে থাকেন তাহলে তিনি নিজের ব্যাংক অ্যাকাউন্টের বিভিন্ন রকম পরিষেবার থেকে বঞ্চিত হতে পারেন।

PNB -এর তরফ থেকে করা এই গুরুত্বপূর্ণ ট্যুইটটির রিপ্লাই সেকশনে গিয়ে একজন গ্রাহক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে কেউ বুঝবে কী করে যে তার অ্যাকাউন্টে KYC আপডেট করতে হবে কিনা। এর উত্তরে PNB ব্যাংক তাদের গ্রাহক পরিষেবা কেন্দ্রের হেল্পলাইন নম্বর 1800 180 2222/ 1800 103 2222 (টোল ফ্রি )/ 0120 – 2490000 (টোলড নম্বর ) -এ ফোন করার পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, এবছরের শুরুতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের নতুন KYC পলিসি নিয়ে এসেছে। এই পলিসির মাধ্যমে ব্যাংক তাদের গ্রাহকদের আর্থিক বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে চাইছে যাতে পরবর্তীকালে কোনোরকম বিপদ এড়ানো সম্ভব হয়। সেইজন্যই PNB ব্যাংক তাদের গ্রাহকদের KYC আপডেট করার পরামর্শ দিয়েছে।

স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে নতুন প্রকল্প নিয়ে এলো এই দুটি ব্যাঙ্ক, টাকা রাখলেই পাওয়া যাবে বিশাল পরিমাণ সুদ

এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button