রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদ্বীপ শিক্ষানিকেতনে শিক্ষক নিয়োগ । Ramkrishna Satyananda Dristideep Sikshaniketan West Bengal Recruitment 2022
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে খবরটি আপনার জন্য। উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগটি করা হবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদ্বীপ শিক্ষানিকেতন বিদ্যালয়ে। যে কোনো ভারতীয় তথা পশ্চিমবঙ্গবাসী মহিলা-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদনের শেষ তারিখ:- আবেদনের শেষ তারিখ ৩০ শে এপ্রিল, ২০২২; বিকেল ৪ টার মধ্যে।
(ক) পোস্টের নাম:- অ্যাসিস্ট্যান্ট টিচার
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি, ২০২২ এর পরিপ্রেক্ষিতে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন ।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতাসম্পন্ন হতে হবে। তার সঙ্গে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান অথবা ন্যাশনাল ইনস্টিটিউট থেকে অন্ধদের পড়ানোর উপরে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে। এছাড়া প্রার্থীকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২২,৭০০-৫৮,৫০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে। অফিশিয়াল ওয়েবসাইট birbhum.gov.in থেকে আবেদনপত্র টি ডাউনলোড করে তা প্রিন্ট আউট করে, সেটিকে সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
• আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- Shri Shri Ramkrishna Satyananda Dristideep shikkaniketan, Kalidanga, P.O- Kharbona, P.S- Rampurhat, Dist- Birbhum, Pin- 731233
• নিয়োগের স্থান:- নিয়োগ করা হবে বীরভূম জেলার কালিডাঙ্গা গ্রামে শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদ্বীপ শিক্ষানিকেতন বিদ্যালয়ে।
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• এপ্লিকেশন ফর্ম:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।