মে মাস থেকে এই দুটি রেশন কার্ডের মাল কমিয়ে দিচ্ছে সরকার । Ration Card importance update 2022
চলতি মে মাসে রেশন কার্ড নিয়ে একটি বড়োসড়ো আপডেট উঠে এলো। বিশেষত দুটি রেশন কার্ডের অনেক সামগ্রী কমে যাচ্ছে এই মে মাসে। কোন কোন রেশন কার্ডের সামগ্রী কমে যাচ্ছে এবং কতোটা কমে যাচ্ছে তা নিয়েই আজকের আলোচনা।
আপনাদের যাদের AAY এবং SPHH রেশন কার্ড রয়েছে তারা এপ্রিল মাসে সাধারন রেশন কার্ডের থেকে কিছু বেশি পরিমান খাদ্য সামগ্রী পেয়ে ছিলেন, সেই বেশি খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, এক কেজি চিনি (পরিবার পিছু), এক কেজি ছোলা (পরিবার পিছু), এক কেজি ময়দা (পরিবার পিছু), এবং এক লিটার সরষের তেল (পরিবার পিছু) এই অতিরিক্ত রেশন সামগ্রী রাজ্য সরকার রমজাম উৎসব উপলক্ষ্যে গোটা এপ্রিল মাস পর্যন্ত দিয়েছিল।
রেশন কার্ডের যে কোনো সমস্যার সমাধানের জন্য আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে- Link
যেহেতু এখন এপ্রিল মাস চলে গিয়েছে এবং মে মাস শুরু হয়েছে তাই এখন থেকে AAY এবং SPHH রেশন গ্রাহকরা আর এই অতিরিক্ত রেশন সামগ্রী পাবেন না। তারা আবার আগের মতো সাধারন রেশন সামগ্রী পাবেন।
এবং এই দুটি কার্ড ছেড়ে অন্যান্য কার্ডের গ্রাহকরা যে যেরকম রেশন সামগ্রী পেতে তারা সেই রকমই রেশন সামগ্রী পাবে, তাদের রেশন সামগ্রীর মধ্যে কোনো রকম পরিবর্তন দেখা যাবে না।
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link