এই 2 ব্যাঙ্কের নামে RBI এর ফতোয়া জারি, গ্রাহকরা হারাতে পারেন টাকা।
RBI এর নির্দেশে লেনদেন বন্ধ এই দুই বাঙ্কের, জানুন বিশদে।
ভারতবর্ষের প্রতিটি ব্যাঙ্ক যে ছাতার নীচে আছে সেটি হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)। কোনো ব্যাঙ্ক যদি রিজার্ভ ব্যাংকের নির্দিষ্ট নিয়মগুলি ভাঙে তাকে শাস্তি দেওয়া হয়। দেশের বড়ো শিল্পপতিদের পর এবার পুরো একটা ব্যাঙ্ক ঋলখেলাপি হওয়ার মতো অবস্থা।
এই কারণে এই ব্যাঙ্কের কোনো গ্রাহক পাঁচ হাজার টাকার বেশি টাকা তুলতে পারবেনা। প্রতিটি ব্যাঙ্কের সুদের হার থেকে সময় এবং কাস্টোমারদের লিমিটিশন সব কিছু নিয়ম নির্দিষ্ট করা আছে। কিছু নিয়ম একই থাকে কিছু নিয়ম প্রতি বছর পাল্টাতে থাকে।
এটিএম থেকে কতবার ফ্রিতে টাকা তোলা যাবে? RBI জারি করলো নতুন নিয়ম, জেনে নিন এখুনি
এই দুটি ব্যাঙ্ক উরাভাকোন্ডা কো-অপারেটিভ ব্যাঙ্ক (Uravakonda Cooperative Town bank Ltd) ও শংকররাও মোহিতে পাতিল সহকারী ব্যাঙ্ক(Shankarrao Mohite Patil Sahakari Bank). দীর্ঘদিন ধরে ঋণের বোঝা লম্বা করেছে ব্যাঙ্কগুলি। রিজার্ভ ব্যাংকের (RBI) তরফে নির্দিষ্ট করে বলা হয়েছে ব্যাঙ্কগুলি তাদের পক্ষ থেকে কোনো বিনিয়োগ করতে পারবেনা।
তাদের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত কোনো ঋণের চুক্তি বাড়াতে পারবেওনা। তবে এই সমস্যার জন্য কোনো গ্রাহকের ক্ষতি হবেনা তারা তাদের টাকা আশা করা যায় ফেরত পেয়ে যাবে। DICGC এর ১৮A আইন অনুযায়ী ডিপোজিট ইনসুরেন্স ও ক্রেডিট গ্যারান্টি গ্রাহকদের আমানতের টাকা সুরক্ষিত। ব্যাঙ্ক তাদের কোনো সম্পত্তিও এই মূহুর্তে বিক্রি করতে পারবেনা। কিন্তু একজন গ্রাহক সর্বোচ্চ ৫ লক্ষ্য টাকা ফেরত পেতে পারে।
টাকা রাখার আগে ব্যাঙ্কের কিছু ইতিহাস জেনে নিন। আপনি কমপক্ষে ব্যাঙ্কে দুবছরের ঋণের ইতিহাস, তাদের সম্পত্তি বিক্রি এই ধরনের সমস্ত কিছু নথি তাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। এছাড়াও খবরের কাগজে এইধরনের টেন্ডারের খবরও বের হতে থাকে।
দেশের 5টি ব্যাংক কে 6 মাসের জন্য কঠোর শাস্তি, টাকা তুলতে পারবেন না গ্রাহকেরা।