কৃষি দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, সমস্ত জেলা থেকে আবেদন করা যাবে । Recruitment at agriculture department 2022
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে এই খবরটি আপনার জন্য। কৃষি দপ্তর এর তরফ থেকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে কোন পশ্চিমবঙ্গবাসী মহিলা-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদন শুরুর তারিখ:- আবেদন শুরু হবে ৭ ই মে, ২০২২
• আবেদনের শেষ তারিখ:- আবেদনের শেষ তারিখ ১ লা জুন, ২০২২
(ক) পোস্টের নাম:- এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট ( ICAR হেডকোয়ার্টার)
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ৭১ টি (UR- ৪৪, OBC- ১৬, EWS- ৩, SC- ৭, ST- ১, PWD- ৩)।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জুন, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।
(খ) পোস্টের নাম:- এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট ( ICAR ইনস্টিটিউট)
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ৩৯১ টি (UR- ২৩৫, OBC- ৭৯, EWS- ২৩, SC- ৪১, ST- ১৩, PWD- ৫)।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জুন, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৩৫,৪০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। অফিসিয়াল ওয়েবসাইট www.iari.res.in এ গিয়ে আবেদন করতে হবে।
• আবেদন ফি:- জেনারেল/EWS/OBC প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ১০০০ টাকা। SC/ST/PWD/Ex-serviceman/মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ৩০০ টাকা।
• নিয়োগ পদ্ধতি:- প্রিলিমিনারি, মেইনস ও কম্পিউটার প্রফিশিয়েন্সি স্কিল টেস্ট এই তিনটি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।