চাকরির পরীক্ষা

মাধ্যমিক পাশে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ । Recruitment at Agriculture department in madhyamik pass

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি টি আপনার জন্য। কৃষি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগটি করা হবে ভারত সরকারের এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট-এ। যে কোনো ভারতীয় তথা পশ্চিমবঙ্গবাসী এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এই সম্পর্কিত সমস্ত নীচে আলোচনা করা হলো।

আবেদনের শেষ তারিখ:- ১০ ই জানুয়ারী, ২০২১

(ক) পোস্টের নাম:- টেকনিশিয়ান।
• মোট শূন্যপদের সংখ্যা:- ৬৪১ টি (UR- ২৮৬, EWS- ৬১, SC- ৯৩, ST- ৬৮, OBC- ১৩৩)
• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১০ ই জানুয়ারি,২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ যোগ্যতাসম্পন্ন হতে হবে।

• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। অফিশিয়াল ওয়েবসাইট www.iari.res.in-এ গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীদের অবশ্যই বৈধ ও মোবাইল নাম্বার দিতে হবে। এছাড়াও ফটো ও সই সহ প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে দিতে হবে।

• আবেদন ফি:- UR/OBC/EWS প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি ৭০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা। সমস্ত মহিলা প্রার্থী এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি লাগবে না। তাদের শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি হিসেবে ৩০০ টাকা দিতে হবে।

• অফিশিয়াল নোটিফিকেশন:- Link

• অফিশিয়াল ওয়েবসাইট- Click

• আরো চাকরির খবর পড়ুন- Link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button