রাজ্যের প্রাণী ও মৎস্য দপ্তরে কর্মী নিয়োগ, যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি টি আপনার জন্য। রাজ্যের প্রাণী ও মৎস্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগটি করা হবে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে। ৬ মাসের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় তথা পশ্চিমবঙ্গবাসী এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এই সম্পর্কিত সমস্ত নীচে আলোচনা করা হলো।
• আবেদনের শেষ তারিখ:- ৮ ই ডিসেম্বর, ২০২১; বিকেল ৫ টা পর্যন্ত।
(ক) পোস্টের নাম:- ল্যাব অ্যাসিস্ট্যান্ট।
• মোট শূন্যপদের সংখ্যা:- ১ টি।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ নিয়ে পাশ করতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৭,০০০ টাকা।
(খ) পোস্টের নাম:- জুনিয়র রিসার্চ ফেলো (Junior Research Fellow- JRF)
• মোট শূন্যপদের সংখ্যা:- ১ টি।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে বেসিক সাইন্স-এ স্নাতকোত্তর এবং তার সঙ্গে NET কোয়ালিফাই করে থাকতে হবে। অথবা প্রফেশনাল কোর্স নিয়ে স্নাতক এবং তার সঙ্গে NET কোয়ালিফাই করে থাকতে হবে অথবা প্রফেশনাল কোর্স নিয়ে স্নাতকোত্তর এর সঙ্গে NET কোয়ালিফাই করে থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৩১,০০০ টাকা।
• বয়সসীমা:- উপরের দুটি পদের জন্যই প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারের নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে সরাসরি ইমেইল-এর মাধ্যমে। আবেদনকারীদের বায়ো ডাটা এবং তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে একটি ফাইল তৈরি করে তাকে সংযুক্ত করে psjana 11@gmail.com ইমেইলে পাঠাতে হবে।
• ইন্টারভিউয়ের তারিখ ও সময়:- ৯ ই ডিসেম্বর,২০২১; সকাল ১১ টা।
• নির্বাচন পদ্ধতি:- অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
• নিয়োগের স্থান:- F/O- Veterinary & Animal Sciences, West Bengal University of Animal & Fishary Sciences, Mohanpur Campus, Nadia & Bengachia Campus, Kolkata- 700037
• অফিশিয়াল নোটিফিকেশন:- Link
• অফিশিয়াল ওয়েবসাইট:- Link
• আরো চাকরির খবর পড়ুন- Link
○ বিভিন্ন স্কলারশিপের আপডেট জানুন –
1- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
2- ওয়েসিস স্কলারশিপ
3- ঐক্যশ্রী স্কলারশিপ
4- নবান্ন স্কলারশিপ
• সরকারি ভাতা ও প্রকল্পের খবর জানতে পাশের লিঙ্কে ক্লিক করুন- Link