মাধ্যমিক পাশ যোগ্যতায় বন্ধন ব্যাংকে ৪০০০ শূন্যপদে কর্মী নিয়োগ । Recruitment at Bandhan Bank of West Bengal 2022
আপনি কি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। মাধ্যমিক পাশ যোগ্যতায় পশ্চিমবঙ্গের বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জায়গা থেকে আবেদনকারীরা থেকে আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• পোস্টের নাম:- বিভিন্ন পদে বিভিন্ন কর্মী নিয়োগ করা হবে। যেমন:-
কৃষি ব্যবসা,
বিশ্লেষণ/BIU/ কর্পোরেট কৌশল,
নিরীক্ষা,
ব্যাংকিং অপারেশন এবং গ্রাহক সেবা,
শাখা ব্যাংকিং,
সম্মতি,
কর্পোরেট বেতন,
কর্পোরেট সেবা,
ডিজিটাল ব্যাংকিং,
অর্থ ও হিসাব,
হাউজিং ফাইন্যান্স,
মানবসম্পদ,
আইটি,
আইনি/ভিজিল্যান্স,
মার্কেটিং,
মাইক্রো ব্যাংকিং,
অন্যান্য,
খুচরা সম্পদ,
ঝুঁকি,
এসএমই এবং এসএমই ব্যাংকিং,
ট্রেড ফাইন্যান্স,
কোষাগার,
পাইকারি ব্যাংকিং
• মোট শূন্যপদ:- সমস্ত পদ মিলিয়ে মোট শূন্যপদ প্রায় ৪০০০ টি।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে গ্র্যাজুয়েশন পাশ/মাধ্যমিক পাশ/উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতাসম্পন্ন হতে হবে। এছাড়া বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন যোগ্যতার প্রয়োজন।
• কাজের প্রকার:- বন্ধন ব্যাংকে সাধারণত দুই ধরণের কাজ রয়েছে। Indoor এবং Outdoor। Outdoor এ গ্রামে গ্রামে মহিলা দল থেকে লোনের টাকা সংগ্রহ করতে হবে এবং লাঞ্চ করা স্কিম অনুযায়ী তারা প্রথমে কিছু ব্যবসায়ীর কাছ থেকে টাকা জমা রাখে এবং সেটি পরবর্তীতে মোটা টাকা করে সেই ব্যবসায়ীকে সুদ সমেত রিটার্ন করে। এবং Indoor এর ক্ষেত্রে ব্যাংকে বসে ব্যাংক সম্বন্ধীয় নানান কাজ করতে হয়।
• বন্ধন ব্যাংকে চাকরির ক্ষেত্রে প্রধানত নিজ নিজ জেলায় পার্শ্ববর্তী জায়গায় পোস্টিং দেওয়া হয়। বাড়ি থেকে ২০ কিলোমিটারের মধ্যে চাকরির পোস্টিং দেওয়া হয়।
• আবেদন পদ্ধতি:- আবেদন করা যাবে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে। তবে অফলাইনের অপেক্ষায় অনলাইনে আবেদন করলে আবেদন আগে পৌঁছোবে। অনলাইনে আবেদন করার জন্য বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এবং অফলাইন আবেদন করতে গেলে নিকটবর্তী বন্ধন ব্যাঙ্ক ব্রাঞ্চ অফিসে আবেদন করতে হবে।
• আবেদন করার সময় যে যে জিনিসগুলি লাগবে:- বায়ো ডাটা, ফটোকপি, আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাডমিট কার্ড, সমস্ত যোগ্যতার মার্কশিট, সমস্ত যোগ্যতার সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট, বৈধ মোবাইল নাম্বার।
• নিয়োগ পদ্ধতি:- অনলাইন কিংবা অফলাইনে আবেদন করার পর প্রার্থীকে ফোন করা হবে এবং বারোটার ভিত্তিতে উপযুক্ত পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ে পাশ করলে ট্রেনিং দিয়ে ডকুমেন্টস ভেরিফাই করে নিয়োগ করা হবে।
• সরাসরি আবেদন :- Link
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link