বর্ডার সিকিউরিটি ফোর্সে গ্রুপ-সি পদে ২৭৮৮ জন কর্মী নিয়োগ । Recruitment at Border security Force at madhyamik pass
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে গ্রুপ-সি পদে মাধ্যমিক পাশ যোগ্যতায় বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে কোন ভারতীয় আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• পোস্টের নাম:- যেসব পদের জন্য প্রার্থী নিয়োগ করা হবে সেগুলি হলো-
° CT Cobbler:- (শূন্যপদ- ৮৮ টি)
° CT Tailor:- (শূন্যপদ- ৪৭ টি)
° CT Cook:- (শূন্যপদ- ৮৯৭ টি)
° CT Water Carrier:- (শূন্যপদ- ৫১০ টি)
° CT Washer Man:- (শূন্যপদ- ৩৩৮ টি)
° CT Barber:- (শূন্যপদ- ১২৩ টি)
° CT Sweeper:- (শূন্যপদ- ৬১৭ টি)
° CT Carpenter:- (শূন্যপদ- ১৩ টি)
° CT Painter:- (শূন্যপদ- ৩ টি)
° CT Electrician:- (শূন্যপদ- ৪ টি)
° CT Draughtsmen:- (শূন্যপদ- ১ টি)
° CT Waiter:- (শূন্যপদ- ৬ টি)
° CT Mali:- (শূন্যপদ- ৪ টি)
• মোট শূন্যপদ:- উপরের সমস্ত পদ মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ২৭৮৮ টি। এর মধ্যে পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে ২৬৫১ টি শূন্যপদে এবং মহিলা প্রার্থী নিয়োগ করা হবে ১৩৭ টি শূন্যপদে।
• বয়স:- সাধারণত পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৩০ এর মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
• যোগ্যতা:- উপরের পদ্ধতিতে আবেদন করার জন্য প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে। তার সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ভোকেশনাল ইনস্টিটিউট এর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ১ বছরের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে।
• বেতন:- উপরের পদগুলির জন্য মাসিক বেতন ২১,৭০০-৬৯,১০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট https://rectt.bsf.gov.in/-এ গিয়ে আবেদন করতে হবে।
• নির্বাচন পদ্ধতি:- প্রথমে শারীরিক দক্ষতা পরীক্ষা করে তারপর সমস্ত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা নথিপত্র যাচাই করা হবে। তারপর লিখিত পরীক্ষা দিতে হবে এবং লিখিত পরীক্ষায় পাশ করলে মেডিক্যাল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
• অফিসিয়াল নোটিফিকেশন:-Link
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link