মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ । Recruitment at clerk and Group-D posts at madhyamik pass
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। আর্মি হেডকোয়ার্টার বেঙ্গল সাব এরিয়া ও হেডকোয়ার্টার ইস্টার্ন কমান্ডে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেকোনো পশ্চিমবঙ্গবাসী মহিলা-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদনের শেষ তারিখ:- আবেদনের শেষ ডেটের ব্যাপারে কোনো নির্দিষ্ট ডেট না জানানো হলেও, বিজ্ঞপ্তি অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিন অব্দি আবেদন করা যাবে।
(ক) পোস্টের নাম:- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDO)
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ৮ টি।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও কম্পিউটারে ইংরেজিতে মিনিটে ৩৫ টি ও হিন্দিতে মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
(খ) পোস্টের নাম:- স্টেনোগ্রাফার
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ৮ টি।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও কম্পিউটারে ইংরেজিতে ও হিন্দিতে মিনিটে ৮০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
(গ) পোস্টের নাম:- মেসেঞ্জার
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ১৫ টি।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
(ঘ) পোস্টের নাম:- ডাফট্রি
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ১ টি।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
(ঙ) পোস্টের নাম:- সাফাইওয়ালা
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ৩ টি।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
(চ) পোস্টের নাম:- গার্ডেনার
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ২ টি।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে। অফিশিয়াল নোটিফিকেশন এর সঙ্গে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে তা প্রিন্ট আউট করে সেটিকে সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
• আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- HQ Bengal sub area, 246 AJC, Bose road, Alipore, Kolkata- 700027
• নিয়োগ পদ্ধতি:- লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।