রাজ্যে বিপুল শূন্যপদে ক্লার্ক, এমটিএস ও স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন । Recruitment at clerk, MTS, stenographer posts in West Bengal
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। পশ্চিমবঙ্গের কর্মচারী রাজ্য বীমা নিগমের তরফ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে বিপুলসংখ্যক ক্লার্ক, স্টেনোগ্রাফার ও এমটিএস পদে গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে কোনো পশ্চিমবঙ্গবাসী মহিলা-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদনের শেষ তারিখ:- আবেদনের শেষ তারিখ ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২
(ক) পোস্টের নাম:- মাল্টিটাস্কিং স্টাফ (MTS)
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৮,০০০-৫৬,৫০০ টাকা।
(খ) পোস্টের নাম:- স্টেনোগ্রাফার।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২৫,৫০০-৮১,১০০ টাকা।
(গ) পোস্টের নাম:- আপার ডিভিশন ক্লার্ক (UDC)
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যে কোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২৫,৫০০-৮১,১০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। অফিশিয়াল ওয়েবসাইট www.esic.nic.in – এ গিয়ে আবেদন করতে হবে।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link