জেলা আদালতে গ্রূপ-ডি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন । Recruitment at District Court at Madhyamik Pass
আপনি কি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। রাজ্যের জেলা আদালতে গ্রুপ-ডি (Recruitment at District Court at Madhyamik Pass), পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেকোনো পশ্চিমবঙ্গবাসী মহিলা, পুরুষ আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদনের শেষ তারিখ:- ১০ই জুন, ২০২২
১. পোস্টের নাম:- ইংলিশ স্টেনোগ্রাফার
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ১টি।
• বয়স:- এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসেব করতে হবে ১লা জুলাই, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক কিংবা সমতুল্য কোনো পরীক্ষায় পাশ হতে হবে। কম্পিউটারে দক্ষ হতে হবে এবং কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে। এর পাশাপাশি কোনো স্বীকৃত ইনস্টিটিউটের অধীনে শর্ট হ্যান্ড রাইটিং-এর ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে। শর্টহ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে প্রতি মিনিটে ৮০ টি শব্দ লেখার দক্ষতা এবং কম্পিউটারে টাইপিংয়ের ক্ষেত্রে প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ৩২,১০০-৮২,৯০০ টাকা।
• আবেদন ফি:- এই পদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে জেনারেল/ওবিসি (OBC A/B) প্রার্থীদের জন্য ৮০০ টাকা এবং SC, ST, PWD প্রার্থীদের জন্য ৬০০ টাকা।
২. পোস্টের নাম:- লোয়ার ডিভিশন ক্লার্ক
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ২২ টি।
• বয়স:- এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসেব করতে হবে ১লা জুলাই, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক কিংবা সমতুল্য কোনো পরীক্ষায় পাশ হতে হবে। এর পাশাপশি কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে দক্ষ হতে হবে এবং কম্পিউটারে টাইপিং-এ দক্ষ হতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২২,৭০০-৫৮,৫০০ টাকা।
• আবেদন ফি:- এই পদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে জেনারেল/ওবিসি (OBC A/B) প্রার্থীদের জন্য ৭০০ টাকা এবং SC, ST, PWD প্রার্থীদের জন্য ৫০০ টাকা।
৩. পোস্টের নাম:- প্রসেস সার্ভার
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ১টি।
• বয়স:- এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসেব করতে হবে ১লা জুলাই, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী কিংবা সমতুল্য কোনো পরীক্ষায় পাশ হতে হবে। এর পাশাপাশি কম্পিউটারের বিষয়ে বেসিক দক্ষতা থাকতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২১,০০০- ৫৪,০০০ টাকা।
• আবেদন ফি:- এই পদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে জেনারেল/ওবিসি (OBC A/B) প্রার্থীদের জন্য ৭০০ টাকা এবং SC, ST, PWD প্রার্থীদের জন্য ৫০০ টাকা।
৪. পোস্টের নাম:- পিওন/ নাইট গার্ড
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ২৮ টি।
• বয়স:- এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসেব করতে হবে ১লা জুলাই, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী কিংবা সমতুল্য কোনো পরীক্ষায় পাশ হতে হবে। এর পাশাপাশি কম্পিউটারের বিষয়ে বেসিক দক্ষতা থাকতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৭,০০০-৪৩,৬০০ টাকা।
• আবেদন ফি:- এই পদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে জেনারেল/ওবিসি (OBC A/B) প্রার্থীদের জন্য ৬০০ টাকা এবং SC, ST, PWD প্রার্থীদের জন্য ৪০০ টাকা।
৫. পোস্টের নাম:- সুইপার (কর্মবন্ধু)
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ৩টি।
• বয়স:- এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসেব করতে হবে ১লা জুলাই, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে জানতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৭,০০০-৪৩,৬০০ টাকা।
• আবেদন ফি:- এই পদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে জেনারেল/ওবিসি (OBC A/B) প্রার্থীদের জন্য ৬০০ টাকা এবং SC, ST, PWD প্রার্থীদের জন্য ৪০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে। https://districts.ecourts.gov.in/jhargram একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
• নিয়োগ পদ্ধতি:- ইংলিশ স্টেনোগ্রফার, প্রসেস সার্ভার, লোয়ার ডিভিশন ক্লার্ক, পিওন/ নাইট গার্ড এই পদগুলির ক্ষেত্রে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে উপযুক্ত প্রার্থীদের নির্বাচন করা হবে। সুইপার (কর্মবন্ধু) পদের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।
• নিয়োগের স্থান:- এই নিয়োগটি করা হবে ঝাড়গ্রাম জেলা আদালতে।
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• সরাসরি আবেদন করুন:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।