মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ । Recruitment at district court
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। পশ্চিমবঙ্গের জেলা আদালতের তরফ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে কোনো পশ্চিমবঙ্গবাসী মহিলা-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• মোট শূন্যপদ:- ৯৩ টি
• বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:- ১৫ ই জানুয়ারি,২০২২
(ক) পোস্টের নাম:- লোয়ার ডিভিশন ক্লার্ক(Lower Division Clerk)
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ২৮ টি।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে। তার সঙ্গে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২২,৭০০-৫৮,৫০০ টাকা।
(খ) পোস্টের নাম:- পিয়ন নাইট গার্ড (Peon Night Guard) (গ্রুপ-ডি)
• • শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ৪৯ টি।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে নূন্যতম অষ্টম শ্রেণি পাশ হতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৭,০০০-৪৩,৬০০ টাকা।
(গ) পোস্টের নাম:- প্রসেস সার্ভার (Process Server) (গ্রুপ-সি)
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ৮ টি।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২১,০০০-৫৪,০০০ টাকা।
(ঘ) পোস্টের নাম:- ইংলিশ স্টেনোগ্রাফার (English Stenographer) (গ্রুপ-বি)
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ৫ টি।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষ ও ইংলিশ টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ৩২,১০০-৪২,৯০০ টাকা।
(ঙ) পোস্টের নাম:- বেঙ্গলি ট্রান্সলেটর (Bengali Translator)(গ্রুপ-বি)
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদ ৩ টি।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষ ও বাংলা টাইপিং এর দক্ষতা থাকতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২৮,৯০০-৭৪,৫০০ টাকা।
★ এটি আংশিক নোটিফিকেশন হিসেবে প্রকাশিত হয়েছে। খুব তারাতারি ফাইনাল নোটিফিকেশন বেরোবে। ফাইনাল নোটিফিকেশন সবার আগে পাবার জন্য সাইটে নজর রাখুন অথবা ডানদিক নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে।