উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায়, রাজ্যের ডি এম অফিসে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ । Recruitment at DM office at higher secondary pass
জেলার ডিএম অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে কোনো পশ্চিমবঙ্গবাসী মহিলা-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদনের শেষ তারিখ:- ৬ ই মে, ২০২২
(ক) পোস্টের নাম:- বেঞ্চ ক্লার্ক
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ১ টি (UR) ।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১-৪০ বছরের নীচে। বয়স হিসেব করতে হবে ১ লা এপ্রিল, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১৪,৭৭০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে। নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি সংযুক্ত করে উত্তর দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে জমা দিতে হবে ।
• আবেদনপত্রের সঙ্গে যেসব প্রয়োজনীয় নথিপত্রগুলি সংযুক্ত করতে হবে সেগুলি হলো:-
(১) বয়সের প্রমাণপত্র।
(২) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
(৩) পাসপোর্ট সাইজের ফটোকপি।
• আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- District Magistrate, Uttar Dinajpur, District Social Welfare Section, Office of the District Magistrate, Uttar Dinajpur, Raiganj at Karnojora, Pin- 733130
• নিয়োগের স্থান:- এই নিয়োগটি করা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে।
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।