মাধ্যমিক পাশ যোগ্যতায় রাজ্যে ডিএম অফিসে কর্মী নিয়োগ । Recruitment at DM office at Madhyamik pass
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। মাধ্যমিক পাশ যোগ্যতায় পশ্চিমবঙ্গের ডিএম অফিসে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেকোনো পশ্চিমবঙ্গবাসী মহিলারা আবেদন করতে পারবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদনের শেষ তারিখ:- ২৯ শে এপ্রিল, ২০২২
(ক) পদের নাম:- হাউস মাদার (House Mother)
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১২,১০০ টাকা।
(খ) পদের নাম:- নার্স (Nurse)
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৩-৪০ বছরের মধ্যে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। তার সঙ্গে GNM নার্সিং কোর্স করে থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১২,০০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে। নীচে দেওয়া আবেদনপত্রের লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে তা প্রিন্ট আউট করে সেটিকে সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
• আবেদনপত্রের সঙ্গে যেসব প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে সেগুলি হলো:-
(১) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
(২) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
(৩) আধার কার্ড/ভোটার কার্ড।
(৪) কাস্ট সার্টিফিকেট।
• আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- District Child Protection Unit under Social Welfare Section, Collectorate, P.O.- Midnapore, Dist.- Paschim Medinipur, Pin- 721101, West Bengal
• নিয়োগ পদ্ধতি:- লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• আবেদন পত্র:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।