রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ । শূন্যপদের সংখ্যা:- ৪০০ । আবেদনের শেষ তারিখ:- ৫ ই জানুয়ারি, ২০২২
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এর তরফ থেকে জুনিয়র এক্সিকিউটিভ(স্টোর) এবং জুনিয়ার ইঞ্জিনিয়ার(ইলেকট্রিক্যাল) গ্রেড II পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন । চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদনের শেষ তারিখ:- ৫ ই জানুয়ারি, ২০২২
(ক) পোস্টের নাম:- জুনিয়ার ইঞ্জিনিয়ার(ইলেকট্রিক্যাল) গ্রেড II
• শূন্যপদের সংখ্যা:- ৪০০ টি।
• বয়স:- বিভিন্ন পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৩২ এর মধ্যে। বয়স হিসাব করা হবে ১ লার জানুয়ারি, ২০২১ তারিখের পরিপ্রেক্ষিতে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত ইনস্টিটিউট থেকে তিন বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পাশ হতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৩৬,৮০০-১,০৬,৭০০ টাকা।
আরও পড়ুন –
1- শুরু হতে চলেছে জাগো প্রকল্প, এবার সকল মহিলা পাবে ৫০০০ টাকা। বিস্তারিত জেনে নিন
2. কিভাবে জাগো প্রকল্পে আবেদন করবেন
3. দুয়ারে সরকার ক্যাম্পে বেকার ছেলেমেয়েদের জন্য চাকরির নতুন প্রকল্প আমার কর্মদিশা
* সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক
(খ) পোস্টের নাম:- জুনিয়র এক্সিকিউটিভ(স্টোর)
• শূন্যপদের সংখ্যা:- ১৪ টি।
• বয়স:- বিভিন্ন পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৩২ এর মধ্যে। বয়স হিসাব করা হবে ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোন বিষয়ে স্নাতক পাশ হতে হবে এবং তার সঙ্গে AICTE/UGC অনুমোদিত কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লজিস্টিকসে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/ ডিপ্লোমা অথবা লজিস্টিকস অ্যান্ড মেটেরিয়ালস ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/ ডিপ্লোমা অথবা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/ ডিপ্লোমা থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৩৭,৪০০-১,০৮,২০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট www.wbsetcl.in– এ গিয়ে আবেদন করতে হবে।
• আবেদন ফি:- জুনিয়র এক্সিকিউটিভ(স্টোর) পদের ক্ষেত্রে আবেদন ফি ৪০০ টাকা এবং জুনিয়ার ইঞ্জিনিয়ার(ইলেকট্রিক্যাল) গ্রেড II পদের ক্ষেত্রে আবেদন ফি ৩০০ টাকা। SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম আবেদন ফি লাগবে না।
• নির্বাচন পদ্ধতি:- প্রার্থী নির্বাচন করা হবে অনলাইন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
• অফিশিয়াল নোটিফিকেশন:- Link
• অফিশিয়াল ওয়েবসাইট- Click
• আবেদন করুন – Link
• আরো চাকরির খবর পড়ুন- Link