গ্র্যাজুয়েশন পাশে কেন্দ্রীয় সরকারের শ্রমদপ্তরে কর্মী নিয়োগ । Recruitment at ESIC SSO post
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। গ্র্যাজুয়েশন পাশে কেন্দ্রীয় সরকারের শ্রমদপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে কোন ভারতীয় তথা পশ্চিমবঙ্গবাসী মহিলা-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদনের শেষ তারিখ:- আবেদনের শেষ তারিখ ১২ ই এপ্রিল,২০২২
(ক) পোস্টের নাম:- Social Security Officer
(খ) পোস্টের নাম:- Manager Group-II
(গ) পোস্টের নাম:- Superintendent
• শূন্যপদের সংখ্যা:- সমস্ত পদ মিলিয়ে মোট শূন্যপদ ৯৩ টি।
• বয়স:- এই পদগুলির জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১-২৭ বছর। বয়স হিসেব করতে হবে ১২ ই এপ্রিল,২০২২ এর পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদগুলির জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক বা গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। এছাড়াও কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকতে হবে।
• বেতন:- এই পদগুলির ক্ষেত্রে মাসিক বেতন ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট esic.nic.in এ গিয়ে আবেদন করতে হবে।
• আবেদন ফি:- General প্রার্থীদের জন্যে আবেদন ফি ধার্য করা হয়েছে ৫০০ টাকা। SC/ST/মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে ২৫০ টাকা।
• নিয়োগ পদ্ধতি:- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।