রাজ্যের খাদ্য ও পরিবহন দপ্তরে কর্মী নিয়োগ । Recruitment at food and travel department of West Bengal
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও পরিবহন দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগটি করা হবে বামনগোলা ডেভলপমেন্ট ব্লকে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদনের শেষ তারিখ:- ১০ ই জানুয়ারি, ২০২২; বিকেল ৫ টার মধ্যে।
• পোস্টের নাম:- ডাটা এন্ট্রি অপারেটর।
• শূন্যপদের সংখ্যা:- ১ টি।
• বয়স:- বিভিন্ন পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৩৫ এর মধ্যে। বয়স হিসাব করা হবে ১ লা জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রী পাশ হতে হবে। তার সঙ্গে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
চাকরির খবরঃ উচ্চমাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে পাট কর্পোরেশনে গ্রুপ-সি কর্মী নিয়োগ
• এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
• আবেদন পদ্ধতি:- প্রার্থীকে সমস্ত নথিপত্র একটি মুখ বন্ধ খামে যেকোনো ওয়ার্কিং ডে তে সকাল ১১ টা থেকে বিকেল ৫ টার মধ্যে পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।
• যে সমস্ত নথিপত্র লাগবে সেগুলি হল:-
(১) অ্যাপ্লিকেশন ফর্ম।
(২) বয়সের প্রমাণপত্র।
(৩) স্নাতক পাশের সার্টিফিকেট।
(৪) কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট।
(৫) রেসিডেন্সিয়াল প্রুফ।
চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক
• নিয়োগ পদ্ধতি:- এই পদের ক্ষেত্রে প্রার্থীকে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
• ডকুমেন্ট ভেরিফিকেশন এবং কম্পিউটার টেস্ট এর তারিখ:- ১৪ ই জানুয়ারি,২০২২; বামনগোলা ব্লক ক্যাম্পাস।
• অফিশিয়াল নোটিফিকেশন:- Link
• অফিশিয়াল ওয়েবসাইট- Click
• আরো চাকরির খবর পড়ুন- Link