চাকরির পরীক্ষা

SSC -র তরফ থেকে গ্রুপ-বি ও গ্রুপ-সি পদে ৭ হাজার কর্মী নিয়োগ । SSC CGL 2021-2022 Notification, Apply Online

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে গ্রুপ-বি ও গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগটি করা হবে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

• আবেদনের শেষ তারিখ:- ২৩ শে জানুয়ারি, ২০২২

• যে যে পোস্টগুলিতে কর্মী নিয়োগ করা হবেঃ- অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট একাউন্টস অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিকাল অফিসার,স্ট্যাটিসটিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড-২, অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল কোম্পানি ল এপিলেট ট্রাইবুনাল, রিচার্জ অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অ্যাকাউন্টেন্ট, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, সুপারেনটেনডেন্ট, ডিভিশনাল একাউন্টেন্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট।

চাকরির খবরঃ  উচ্চমাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে পাট কর্পোরেশনে গ্রুপ-সি কর্মী নিয়োগ

• শূন্যপদের সংখ্যা:- ৫০০০-৭০০০ টি।
• বয়স:- বিভিন্ন পদের ক্ষেত্রে বয়স সীমা হবে বিভিন্ন। বয়স হিসাব করা হবে ১ লা জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন।
• যোগ্যতা:- বিভিন্ন পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন হলেও মোটামুটি ভাবে বলা যায় যে, যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ হলে আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা ২৩ শে জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে শেষ করতে হবে।

চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক

• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ssc.nic.in- এ গিয়ে আবেদন করতে হবে। নতুন প্রার্থীদের সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আবেদনকারীর বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি তে রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড পাওয়া যাবে। রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে। ফটোর উপরে ফটো তোলার তারিখ উল্লেখ থাকতে হবে।

চাকরির খবরঃ রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ

• আবেদন ফি:- জেনারেল/EWS/OBC দের ক্ষেত্রে আবেদন ফি ১০০ টাকা। বাকি SC/ST/PWD, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি লাগবে না।

• পরীক্ষার কেন্দ্র:- স্টাফ সিলেকশন কমিশন এর যেকোন নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের আসানসোল, কল্যানী, কলকাতা ও শিলিগুড়ি তে পরীক্ষা কেন্দ্র রয়েছে।

• নিয়োগ পদ্ধতি:- নিয়োগ করা হবে মোট চারটি ধাপে। টায়ার ১- কম্পিউটার বেসড টেস্ট(CBT), টায়ার ২- কম্পিউটার বেসড টেস্ট(CBT), টায়ার ৩- লিখিত পরীক্ষা (ডেস্ক্রিপটিভ পেপার), টায়ার ৪- কম্পিউটার টেস্ট/ ডাটা এন্ট্রি টেস্ট- এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করার পর যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

• অফিশিয়াল নোটিফিকেশন:- Link

• অফিশিয়াল ওয়েবসাইট- Click

• আরো চাকরির খবর পড়ুন- Link

চাকরির খবরঃ স্কুলে বিভিন্ন বিষয়ের পার্ট- টাইম শিক্ষক নিয়োগ, সরাসরি আবেদন করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button