চাকরির পরীক্ষা

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে বিপুল সংখ্যক শূন্যপদে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ । Recruitment at Group-C and Group-D posts at health department of West Bengal

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে বিপুল সংখ্যক শূন্যপদে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে মহিলা-পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

• আবেদনের শেষ তারিখ:- ২৪ শে মার্চ,২০২২

(ক) পোস্টের নাম:- ল্যাব টেকনিশিয়ান (Lab Technician)
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদ ২ টি (UR-২)
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন হতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২৫,০০০ টাকা।

(খ) পোস্টের নাম:- রেকর্ড কিপার (Record Keeper)
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদ ১ টি (UR-১)
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ যোগ্যতা সম্পন্ন হতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১০,০০০ টাকা।

(গ) পোস্টের নাম:- এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (Executive Assistant)
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদ ১ টি (UR-১)
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ যোগ্যতা সম্পন্ন হতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২২,০০০ টাকা।

(ঘ) পোস্টের নাম:- মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার (Medical Social Worker)
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদ ১ টি (OBC B-১)
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ যোগ্যতা সম্পন্ন হতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১০,০০০ টাকা।

(ঙ) পোস্টের নাম:- ল্যাব টেকনিশিয়ান আইসিটি (Lab Technician ICTC)
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদ ৯ টি (UR-৫, SC-২,ST-১,OBC A- ১)
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ যোগ্যতা সম্পন্ন হতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২৫,০০০ টাকা।

(চ) পোস্টের নাম:- কাউন্সিলার (Councilor)
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদ ১ টি (UR-১, মহিলা)
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েশন পাশ যোগ্যতা সম্পন্ন হতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২৫,০০০ টাকা।

(ছ) পোস্টের নাম:- কাউন্সিলার আইসিটি (Councilor ICTC)
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদ ৩ টি (OBC A-১, OBC B-১, ST-১)
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েশন পাশ যোগ্যতা সম্পন্ন হতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১৩,০০০ টাকা।

(জ) পোস্টের নাম:- স্টাফ নার্স (Staff Nurse)
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদ ৩ টি।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৬৪ বছরের নীচে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে জিএনএম নার্সিং পাশ যোগ্যতা সম্পন্ন হতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১৩,০০০ টাকা।

• এছাড়াও আরও বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। কি কি পদ এবং তার জন্যে কি কি যোগ্যতা প্রয়োজন জানতে হলে নীচে থাকা অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ে নিন।

• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট www.swasthyapurulia.org এ গিয়ে আবেদন করা যাবে অথবা নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবে।

• আবেদন ফি:- জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ১০০ টাকা। SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ৫০ টাকা।

° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।

• অফিসিয়াল নোটিফিকেশন:- Link

• অফিসিয়াল ওয়েবসাইট:- Link

বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।

সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button