চাকরির পরীক্ষা

পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে জেলা দপ্তরে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ – Recruitment at Group-C and Group-D posts at Secondary and Higher Secondary pass

 আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে এই খবরটি আপনার জন্য। পশ্চিমবঙ্গ জেলা দপ্তর-এর তরফ থেকে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগটি করা হবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ায়। এ সম্পর্কিত সমস্ত নীচে আলোচনা করা হলো।

• বিজ্ঞপ্তি নম্বর:- 2167/042D/HDC/COM/2021-2022

• বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন শুরুর তারিখ:- ৮ ই নভেম্বর, ২০২১

• আবেদন শেষের তারিখ:- ২২ শে নভেম্বর,২০২১

(ক) পোস্টের নাম:- গ্রুপ-ডি

• শূন্যপদের সংখ্যা:- ১ টি।

• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। 

• যোগ্যতা:- এই পদের জন্য আবেদনকারীকে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন হতে হবে।

• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৬,০০০-৮,০০০ টাকা।

(খ) পোস্টের নাম:- গ্রুপ-সি

• শূন্যপদের সংখ্যা:- ১ টি।

• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। 

• যোগ্যতা:- এই পদের জন্য আবেদনকারীকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। সেইসঙ্গে সেলস পার্সন হিসেবে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১২,০০০ টাকা।

• আবেদনকারীকে অবশ্যই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মিউনিসিপ্যালিটি অর্থাৎ বালুরঘাট ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে।

• নিয়োগের স্থান:- এই নিয়োগটি করা হবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মিউনিসিপ্যালিটি এরিয়ায়। 

• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনকারীরা একটি বায়োডাটা পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স কপি সংযুক্ত করে একটি খামে ভরে ২২ শে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।

• আবেদনপত্রের সঙ্গে যে যে ডকুমেন্টস সংযুক্ত করতে হবে:-

(ক) সেল্ফ অ্যাটেস্টেড করার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট।

(খ) বয়সের প্রমাণপত্র।

(গ) রেসিডেন্সিয়াল প্রুফ।

(ঘ) আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড/ভোটার কার্ড/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট।

(ঙ) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।

• আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- Manjusha Emporium Balurghat

• নিয়োগ পদ্ধতি:- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

• ইন্টারভিউয়ের তারিখ:- ২৫ শে নভেম্বর ২০২১, দুপুর ১২:০০ টা।

• ইন্টারভিউয়ের স্থান:- Conference Hall (3rd Floor), Balurghat

 

 অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করুন- ডাউনলোড

wesite– https://ddinajpur.nic.in

আরও চাকরির খবরঃ- Link

• সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির খবর সহ সমস্ত স্কলারশিপ ও সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে আজই প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের WB Job News অ্যাপ।

 

Download WB Job News Android App

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button