ব্যাংক অফ বরোদাতে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ । Recruitment at Group-C post at Bank of Baroda
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। ব্যাংক অফ বরোদার তরফ থেকে গ্রুপ-সি পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে কোন ভারতীয় আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• পোস্টের নাম:- যেসব পদের জন্য প্রার্থী নিয়োগ করা হবে সেগুলি হলো-
° প্রধান-সম্পদ কৌশল ( বিনিয়োগ ও বীমা):- (শূন্যপদ- ১ টি)
° সম্পদ কৌশল ( বিনিয়োগ ও বীমা):- (শূন্যপদ- ২৮ টি)
° বিনিয়োগ গবেষণা ব্যবস্থাপক (পোর্টপোলিও এবং ডেটা বিশ্লেষণ এবং গবেষণা):- (শূন্যপদ- ২ টি)
° পোর্টপোলিও গবেষণা বিশ্লেষক:- (শূন্যপদ- ২ টি)
° সম্পদ পণ্য ব্যবস্থাপক:- (শূন্যপদ- ১ টি)
° প্রোডাক্ট ম্যানেজার (বানিজ্য ও ফরেক্স):- (শূন্যপদ- ১ টি)
° ট্রেড রেগুলেশন- Sr. ম্যানেজার:- (শূন্যপদ- ১ টি)
° প্রোডাক্ট হেড – প্রাইভেট ব্যাঙ্কিং:- (শূন্যপদ- ১ টি)
° গ্রুপ সেলস হেড (ভার্চুয়াল আরএম সেন্টার):- (শূন্যপদ- ১ টি)
° প্রাইভেট ব্যাঙ্কার – রেডিয়েন্স প্রাইভেট:- (শূন্যপদ- ২০ টি)
• বয়স:- সাধারণত পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে ২১-৫০ এর মধ্যে। একেকটি পদের জন্য প্রার্থীর বয়সসীমা একেক হতে হবে।
• যোগ্যতা:- বিভিন্ন পদগুলির জন্যে যোগ্যতা বিভিন্ন হবে। নূন্যতম যোগ্যতা গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
• আবেদন পদ্ধতি:- ব্যাংক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
• আবেদন ফি:- জেনারেল/OBC প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৬০০ টাকা ধার্য করা হয়েছে। SC/ST দের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ১০০ টাকা।
• নির্বাচন পদ্ধতি:- কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
অফিসিয়াল নোটিফিকেশনঃ- Link
অফিসিয়াল ওয়েবসাইটঃ- Link