উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে বিডিও অফিসে কর্মী নিয়োগ । Recruitment at Group-C post at BDO office
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় ব্লক ডেভলপমেন্ট অফিসে গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদনের শেষ তারিখ:- ২৭ শে এপ্রিল, ২০২২
(ক) পোস্টের নাম:- গ্রাম রোজগার সহায়ক
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ৪ টি ।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের নীচে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫০% নম্বরসহ ভোকেশনাল অথবা বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। তার সঙ্গে কমপক্ষে ছয় মাসের একটি কম্পিউটার কোর্স করে থাকতে হবে।
• আবশ্যিক যোগ্যতা:- আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১২,০০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে। অফিশিয়াল নোটিফিকেশন সঙ্গে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে তা প্রিন্ট আউট করে সেটিকে সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
• আবেদনপত্র পাঠানোর ঠিকানা:– আবেদনপত্র পাঠাতে হবে বাঁকুড়া জেলার অন্তর্গত রানিবাঁধ ব্লকের বিডিও অফিসে।
• আবেদনপত্রের সঙ্গে যেসব প্রয়োজনীয় নথিপত্রগুলি লাগবে সেগুলি হলো:-
(১) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
(২) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
(৩) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।
(৪) রেসিডেন্সিয়াল প্রুফ।
(৫) ভোটার কার্ড।
(৬) পাসপোর্ট সাইজের দুই কপি ফটোকপি।
• নিয়োগ পদ্ধতি:- ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
• নিয়োগের স্থান:- এই নিয়োগটি করা হবে বাঁকুড়া জেলার রানিবাঁধ ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতে। এই গ্রাম পঞ্চায়েত গুলি হলো- হলুদ কানালি গ্রাম পঞ্চায়েত (শূন্যপদ- ১ টি), বারিকুল গ্রাম পঞ্চায়েত (শূন্যপদ- ১ টি), রানিবাঁধ গ্রাম পঞ্চায়েত (শূন্যপদ- ১ টি), অম্বিকানগর গ্রাম পঞ্চায়েত (শূন্যপদ- ১ টি)।
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।