উচ্চমাধ্যমিক পাশে ডিএম অফিসে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ । Recruitment at Group-C post at DM Office at higher secondary pass
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। পশ্চিমবঙ্গের ডিএম অফিসে সংখ্যালঘু দপ্তরে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগটি করা হবে উত্তর দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
(ক) পোস্টের নাম:- রিকভারি এজেন্ট।
• শূন্যপদ:- ২ টি (গোয়ালপুকুর-1 ব্লকে ১ টি,। ইসলামপুর ব্লক ও ইসলামপুর মিউনিসিপ্যালিটিতে ১ টি)
• বয়স:- বিভিন্ন পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২০-৪০ এর মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকতে হবে।
• আবেদনকারীকে সংখ্যালঘু শ্রেণীভুক্ত(মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, শিখ, জৈন) হতে হবে এবং সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
• আবেদন পদ্ধতি:- প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। আবেদনপত্রটি ডাউনলোড করে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট জায়গায় উপস্থিত হতে হবে।
• ইন্টারভিউ-এর তারিখ:- ১৩ ই জানুয়ারি, ২০২২
• ইন্টারভিউ-এর স্থান:- Amber DD – 27/E Salt Lake, sector-1, Kol- 65
• নিয়োগ পদ্ধতি:- ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link