উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে ক্লার্ক পদে কর্মী নিয়োগ । Recruitment at Group-C post at Higher Secondary pass
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি টি আপনার জন্য। উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে কেন্দ্রীয় সরকারের ক্লার্ক অর্থাৎ গ্রুপ-সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগটি করা হবে কলকাতার ক্যাটারিং টেকনলজি অ্যান্ড নিউট্রিশন প্রতিষ্ঠানে। যে কোনো ভারতীয় তথা পশ্চিমবঙ্গবাসী এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এই সম্পর্কিত সমস্ত নীচে আলোচনা করা হলো।
• আবেদনের শেষ তারিখ:- নোটিফিকেশন বের হওয়ার ২০ দিনের মধ্যে আবেদন করতে হবে।
(ক) পোস্টের নাম:- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)।
• মোট শূন্যপদের সংখ্যা:- ৪ টি(UR- ২, UR (PH)- ১, OBC- ১)।
• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি,২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতাসম্পন্ন হতে হবে। তার সঙ্গে কম্পিউটারের প্রতি মিনিটে ৪০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এছাড়াও MS Word, MS Excel বিষয় অন্ততপক্ষে একবছরের কাজ করার অভিজ্ঞতা এবং হিন্দি টাইপ করার দক্ষতা থাকতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৯,৯০০-৬৩,২০০ টাকা।
(খ) পোস্টের নাম:- অ্যাসিস্ট্যান্ট লেকচার কাম অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টর।
• মোট শূন্যপদের সংখ্যা:- ৮ টি (UR- ৪, EWS – ১, OBC- ২, ST- ১)।
• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি,২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হসপিটালিটি/ ট্যুরিজম নিয়ে স্নাতকোত্তর অথবা MBA করে থাকতে হবে এবং তার সঙ্গে হোটেল অ্যাডমিনিস্ট্রেশন/ হসপিটালিটি ম্যানেজমেন্ট/হোটেল ম্যানেজমেন্ট হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন/কুলিনারি আর্টস/কুলিনারি সাইন্সে অন্ততপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ তিন বছরের ডিপ্লোমা/ফুলটাইম ডিগ্রি করে থাকতে হবে। PHD এবং হোটেলে অন্ততপক্ষে 6 মাসের কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা।
(গ) পোস্টের নাম:- হিন্দি ট্রান্সলেটর।
• মোট শূন্যপদের সংখ্যা:- ১ টি।
• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৫-৪০ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি,২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি এবং তার সঙ্গে ইংরেজি নিয়ে স্নাতকোত্তর অথবা ইংরেজি এবং তার সঙ্গে হিন্দি নিয়ে স্নাতকোত্তর করে থাকতে হবে। এছাড়াও রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকারের যে কোন অফিসে হিন্দি থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার কাজের উপর দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রতি মিনিটে ৩৫ টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। এইনিয়মটি সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে। সকাল ৯ টা থেকে বিকেল ৫:৩০ টা পর্যন্ত কাজ করতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ২৫,০০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। অফিশিয়াল ওয়েবসাইট www.ihmkol.org-এ গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীদের সেল্ফ অ্যাটেস্টেড করার পাসপোর্ট সাইজের ফটো অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে দিতে হবে।
• আবেদন ফি:- আবেদন ফি ধার্য করা হয়েছে ৫০০ টাকা।
• নিয়োগ পদ্ধতি:- স্কিল টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। হিন্দি ট্রান্সলেটর পদের জন্য পার্সোনাল ইন্টারভিউয়ে এবং স্কিল টেস্ট এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
• অফিশিয়াল নোটিফিকেশন:- Link
• অফিশিয়াল ওয়েবসাইট- Click
• আরো চাকরির খবর পড়ুন- Link