মাধ্যমিক পাশে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই । Recruitment at Group-C post at madhyamik pass
আপনি কি ভালো চাকরি খুঁজছেন? তাহলে এই পোস্টটি আপনার জন্য। Southern Command হেডকোয়ার্টারের সিভিলিয়ন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কিভাবে আবেদন করবেন, কি পোস্ট, কত শূন্যপদ, আবেদন পদ্ধতি সম্পর্কে নীচে আলোচনা করা হলো
(ক) পোস্ট – চৌকিদার
শূন্যপদ – ৪৩ টি ( UR- ১৯টি, EWS- ১০টি, OBC- ৯টি, SC- ৫টি )
বয়সসীমা – আবেদনকারীকে ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে। বয়সের সর্বোচ্চ সীমার ক্ষেত্রে SC, ST প্রার্থীদের ৫ বছর ও OBC প্রার্থীদের ৩ বছর ছাড় দেওয়া হবে।
যোগ্যতা –
• ভারতীয় নাগরিক হতে হবে।
• যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে ম্যাট্রিক (10th) পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে।
• এই ধরণের কাজে একবছরের অভিজ্ঞতা থাকলেও চলবে আবার না থাকলেও চলবে।
(খ) পোস্ট – বার্বার
শূন্যপদ – ১৩টি ( UR- ৭টি , OBC- ৩টি, SC- ২টি )
বয়সসীমা – আবেদনকারীকে ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে। বয়সের সর্বোচ্চ সীমার ক্ষেত্রে SC, ST প্রার্থীদের দের ৫ বছর ও OBC প্রার্থীদের ৩ বছর ছাড় দেওয়া হবে।
যোগ্যতা –
• ভারতীয় নাগরিক হতে হবে।
• যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে ম্যাট্রিক পাশ (10th Pass) বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে।
• বার্বার (নাপিত) এর কাজে ভালো হতে হবে।
• এই কাজে এক বছরের অভিজ্ঞতা থাকলেও চলবে আবার না থাকলেও কোনো সমস্যা হবে না।
নিয়োগের স্থান – HQ Southern Command এর অধীনে থাকা যেকোনো AMC ইউনিটে নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষার মাধ্যমে এবং তারপরে কোনো Skill test হলে তার ভিত্তিতে নিয়োগ করা হবে। পরীক্ষার তারিখ ও স্থান পরে বলে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি –
• সকল আগ্রহী প্রার্থীদেরকে অফলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীকে মুখবন্ধ খামে আবেদনপত্র ও তার সাথে প্রয়োজনীয় নথি ও দুটো পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করে তা রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে তা (Presiding Office BOO-I), HQ Southern Command C/o, 4012 Field Hospital, C/o 56 APO, Pin- 904012 এই ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রে নিজের সাক্ষর থাকতে হবে এবং পাসপোর্ট সাইজ ফটো দুদিকেই self attested করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার ৪৫ দিনের মধ্যে এই খাম নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গেলে তবেই আবেদনপত্র ন্যায্য বলে বিবেচনা করা হবে। আবেদনপত্র ইংরেজি অথবা হিন্দিতে ফিল আপ করতে হবে।
আবেদন ফি – ১০০ টাকা পোস্টাল অর্ডার ধার্য করা হয়েছে।
প্রয়োজনীয় নথি
• Self attested করা সমস্ত শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের জেরক্স
• Caste সার্টিফিকেট ( যদি থাকে )
• Ex-Servicemen (অবসরপ্রাপ্ত) দের ক্ষেত্রে PPO এর copy ও discharge বুক
• ভারতের নাগরিকত্ব প্রমানের জন্য এদের মধ্যে যেকোনো একটি
জন্ম সার্টিফিকেট / ডোমেস্টিক সার্টিফিকেট / পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট / ভারতীয় পাসপোর্ট /ন্যাশনালিটি সার্টিফিকেট।
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।