পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ – Recruitment at Group-C post at post office in West Bengal
পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে গ্রুপ-সি পদে স্থায়ী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে কোন ভারতীয় এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গে শূন্য পদ রয়েছে ১২৪ টি। এই সম্পর্কিত সমস্ত নীচে আলোচনা করা হলো।
• নিয়োগকারী সংস্থা:- Office of the Chief Postmaster General, West Bengal Circle, Kolkata- 700012
• বিজ্ঞপ্তি নম্বর:- Rectt/R-8/PA-SA/DQ (Sports)/2021
• বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:- বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে এগিয়েছে ১৫ ই নভেম্বর,২০২১
• আবেদন শেষের তারিখ:- ২৪ শে ডিসেম্বর,২০২১
(ক) পোস্টের নাম:- Postal Assistant (PA) in Post Offices/ Savings Bank Control Organization/ Circle Office & Regional Offices
• মোট শূন্যপদের সংখ্যা:- ৫১ টি।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। আবেদনকারী স্পোর্টস পার্সন হলে অগ্রাধিকার পাবেন।
• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ এর মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারের নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করা হবে ২৪ শে ডিসেম্বর ,২০২১ তারিখের পরিপ্রেক্ষিতে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২৫,৫০০-৮১,১০০ টাকা।
(খ) পোস্টের নাম:- Sorting Assistant (SA) in Railway Mail Service
• মোট শূন্যপদের সংখ্যা:- ২৫ টি।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। আবেদনকারী স্পোর্টস পার্সন হলে অগ্রাধিকার পাবেন।
• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ এর মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারের নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করা হবে ২৪ শে ডিসেম্বর ,২০২১ তারিখের পরিপ্রেক্ষিতে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২৫,৫০০-৮১,১০০ টাকা।
(গ) পোস্টের নাম:- Postman in Post Office
• মোট শূন্যপদের সংখ্যা:- ৪৮ টি।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। আবেদনকারী স্পোর্টস পার্সন হলে অগ্রাধিকার পাবেন।
• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ এর মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারের নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করা হবে ২৪ শে ডিসেম্বর,২০২১ তারিখের পরিপ্রেক্ষিতে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২১,৭০০-৬৯,১০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইট www.indiapost.gov.in -এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
• অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করুন- ডাউনলোড
• সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির খবর সহ সমস্ত স্কলারশিপ ও সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে আজই প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের WB Job News অ্যাপ।