উচ্চমাধ্যমিক পাশে WBMSC এর মাধ্যমে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ । Recruitment at Group-C post through WBMSC at higher secondary pass
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। WBMSC বা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের তরফ থেকে উচ্চমাধ্যমিক পাশে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে পশ্চিমবঙ্গবাসী মহিলা-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদন শুরুর তারিখ:- আবেদন শুরুর তারিখ ১৭ ই মার্চ,২০২২
• আবেদনের শেষ তারিখ:- আবেদনের শেষ তারিখ ১৩ ই এপ্রিল,২০২২
(ক) পোস্টের নাম:- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant)
• শূন্যপদের সংখ্যা:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ২১ টি (UR- ৪ টি, UR PWD- ১ টি, UR MSP- ১টি, SC- ২টি, SC ESM- ৩ টি, ST- ২ টি, OBC A- ১টি, OBC B- ১ টি)।
• বয়স:- এই পদগুলির জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদগুলির জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশন কাজের দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট www.mscwb.org এ গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার সময় আবেদনকারীকে একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিতে হবে।
• আবেদন ফি:- General/ OBC প্রার্থীদের জন্যে আবেদন ফি ধার্য করা হয়েছে ২০০ টাকা। SC/ST/PWD প্রার্থীদের জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে ৫০ টাকা।
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।