চাকরির পরীক্ষা

অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় রাজ্যের কৃষিবিজ্ঞান কেন্দ্রে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ । Recruitment at Group-D post at agricultural science institute

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। রাজ্যের কৃষিবিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে গ্রুপ-ডি সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

• বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:- ১০ ই জানুয়ারি, ২০২২

(ক) পোস্টের নাম:- Livestock Attendant (লাইভস্টক অ্যাটেনডেন্ট)
• শূন্যপদ:- এর পদের জন্য শূন্যপদ ১ টি।
• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৬৪ বছরের নীচে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে ন্যূনতম অষ্টম পাশ হতে হবে। তার সঙ্গে পশুপালনের দক্ষতা থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১২,০০০ টাকা।

(খ) পোস্টের নাম:- Para Veterinarian ( প্যারা ভেটেরিনারিয়ান)
• শূন্যপদ:- এর পদের জন্য শূন্যপদ ১ টি।
• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৬৪ বছরের নীচে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে প্রাণী সম্পদ বিকাশ সহায়ক অথবা প্রাণী রক্ষকের এক বছরের কোর্স করে থাকতে হবে অথবা ভেটেরিনারি ফার্মেসিতে ২ বছরের ডিপ্লোমা করে থাকতে হবে। তার সাথে গ্রাম এলাকায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১৫,০০০ টাকা।

(গ) পোস্টের নাম:- Veterinary Doctor (ভেটেরিনারি ডাক্তার)
• শূন্যপদ:- এর পদের জন্য শূন্যপদ ১ টি।
• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৬৪ বছরের নীচে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে ভেটেরিনারি সায়েন্সে মাস্টার ডিগ্রী করে থাকতে হবে। BVSc এবং AH এর ভ্যালিড রেজিস্ট্রেশন করে থাকতে হবে। তার সাথে গ্রাম এলাকায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৪৫,০০০ টাকা।

• আবেদন পদ্ধতি:- এই বছরের জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না সরাসরি ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে যেতে হবে।

• নিয়োগ পদ্ধতি:- কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

• ইন্টারভিউয়ের তারিখ:- ২৫ শে জানুয়ারি, ২০২২। লাইভস্টক অ্যাটেনডেন্ট পদের জন্য ইন্টারিউয়ের সময় দুপুর ২ টা, প্যারা ভেটেরিনারিয়ান পদের জন্য ইন্টারিউয়ের সময় দুপুর ১২ টা, ভেটেরিনারি ডাক্তার পদের জন্য ইন্টারিউয়ের সময় সকাল ১০ টা।

• ইন্টারভিউয়ের স্থান:- Dhaanyaganga KVK, Ramkrishna Mission Ashrama, Sargachi, Murshidabad

• নিয়োগের স্থান:- রামকৃষ্ণ মিশন আশ্রম, সারগাছি ,মুর্শিদাবাদ।

° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।

• অফিসিয়াল নোটিফিকেশন:- Link

• অফিসিয়াল ওয়েবসাইট:- Link

বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।

সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button