চাকরির পরীক্ষা

এইট পাশে এলাহাবাদ ব্যাংকে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ – Recruitment at Group-D post at Alllahabad Bank in Eight pass

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি টি আপনার জন্য। রাজ্যের ব্যাংকে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগটি করা হবে এলাহাবাদ ব্যাংকের বিভিন্ন শাখায়। যে কোনো পশ্চিমবঙ্গবাসী এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এই সম্পর্কিত সমস্ত নীচে আলোচনা করা হলো।

• আবেদনের শেষ তারিখ:- ১৫ ই ডিসেম্বর, ২০২১; বিকেল ৫ টা পর্যন্ত।

(ক) পোস্টের নাম:- সুইপার (গ্রুপ-ডি)
• মোট শূন্যপদের সংখ্যা:- ২১ টি।
° মালদা জেলায় ১৬ টি, উত্তর দিনাজপুর জেলায় ২ টি, দক্ষিণ দিনাজপুর জেলায় ৩ টি।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে। নিরক্ষর ব্যক্তিরাও আবেদন করতে পারবেন। প্রার্থীদেরকে অবশ্যই মেডিক্যাল অফিসার দ্বারা জারি করা ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে। দৈহিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ক্ষেত্রে ফিটনেস সার্টিফিকেট এর সাথে প্রতিদ্বন্দ্বীতার সার্টিফিকেট জমা দিতে হবে।
• বয়সসীমা:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করা হবে ১ লা জুলাই, ২০২১ এর পরিপ্রেক্ষিতে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ১৪,৫০০-২৮,১৪৫ টাকা।

• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পত্র পাঠাতে হবে রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট এর মাধ্যমে। হাতে করে বা সাধারণ ডাকে পাঠানো যাবেনা।

• আবেদনপত্রের সঙ্গে যেসব নথিপত্র যুক্ত করতে হবে সেগুলি হল:-
(ক) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও স্কুল লিভিং সার্টিফিকেট।
(খ) আইডেন্টিটি প্রুফ।
(গ) কাস্ট সার্টিফিকেট।
(ঘ) রেসিডেন্সিয়াল প্রুফ।
(ঙ) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ড।

• আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- Deputy Circle Head- Support (Chief Manager), HRD Department, Punjab National Bank, Circle Office Malda, Najrul Sarani, near English Bazar Thana, 2nd floor, Malda- 732101

• নির্বাচন পদ্ধতি:- প্রার্থীর বয়স ও শিক্ষার মানের ওপর নির্ভর করে প্রার্থী নির্বাচন করা হবে।

• নিয়োগের স্থান:- মালদা সার্কেলের অন্তর্গত মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় নিয়োগ করা হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

• অফিশিয়াল নোটিফিকেশন:- Link

• অফিশিয়াল ওয়েবসাইট:- Link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button