রাজ্যের কলেজে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে অষ্টম শ্রেণী পাশে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ – Recruitment at Group-D post at class Eight pass at college of WB
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। রাজ্যের কলেজে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে অষ্টম শ্রেণি পাশে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই নিয়োগটি করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
(ক) পোস্টের নাম:- পিওন
• শূন্যপদের সংখ্যা:- ১ টি।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৪,৯০০-১৬,২০০ টাকা।
(খ) পোস্টের নাম:- Lab Attendant (Geography)
• শূন্যপদের সংখ্যা:- ১ টি।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৪,৯০০-১৬,২০০ টাকা।
(গ) পোস্টের নাম:- Lab Attendant (Chemistry)
• শূন্যপদের সংখ্যা:- ১ টি।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৪,৯০০-১৬,২০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করার জন্যে প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট kamv.ac.in-এ গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউয়ের দিন সঠিক সময়ে পৌঁছাতে হবে।
• আবেদন ফি:- আবেদন ফি বাবদ প্রার্থীকে ১৫০ টাকা করে জমা দিতে হবে ইন্টারভিউয়ের স্থানে।
• ইন্টারভিউয়ের তারিখ:- ৫ ই ডিসেম্বর, ২০২১। ইন্টারভিউ শুরু হবে সকাল ১০ টা থেকে।
• ইন্টারভিউয়ের স্থান:- Bankura Sammilani College, Bankura, West Bengal
• নিয়োগের স্থান:- নিয়োগ করা হবে খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ে। চুক্তিভিত্তিক ভাবে করা হবে এই নিয়োগ।
• অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করুন- ডাউনলোড
• অফিসিয়াল ওয়েবসাইটঃ- http://www.kamv.ac.in/
•Offline Form- Download
• সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির খবর সহ সমস্ত স্কলারশিপ ও সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে আজই প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের WB Job News অ্যাপ।