সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ । যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশ
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগটি করা হবে বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তরে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
(ক) পোস্টের নাম:- কুক (cook)
• শূন্যপদের সংখ্যা:- ১ টি (UR)।
• বয়স:- বিভিন্ন পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২০-৪০ এর মধ্যে।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। তার সঙ্গে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৮,০০০ টাকা।
(খ) পোস্টের নাম:- অ্যাটেনডেন্ট (Attendant)
• শূন্যপদের সংখ্যা:- ২ টি(UR- ১,SC- ১)।
• বয়স:- বিভিন্ন পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২১-৪০ এর মধ্যে।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। তার সঙ্গে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৫,০০০ টাকা।
আরও পড়ুন –
1- শুরু হতে চলেছে জাগো প্রকল্প, এবার সকল মহিলা পাবে ৫০০০ টাকা। বিস্তারিত জেনে নিন
2. কিভাবে জাগো প্রকল্পে আবেদন করবেন
3. দুয়ারে সরকার ক্যাম্পে বেকার ছেলেমেয়েদের জন্য চাকরির নতুন প্রকল্প আমার কর্মদিশা
* সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক
(গ) পোস্টের নাম:- নিউট্রিশনিস্ট (Nutritionist)।
• শূন্যপদের সংখ্যা:- ১ টি ।
• বয়স:- বিভিন্ন পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২১-৪০ এর মধ্যে।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে খাদ্য এবং পুষ্টি বিজ্ঞান বিষয় গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট পাশ হতে হবে। এছাড়াও কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২৫,০০০ টাকা।
• উপরের সমস্ত পদগুলির জন্য কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। এবং চাকরিস্থলে থেকে ৫ কিমি এর মধ্যে বসবাসকারী প্রার্থীরা আবেদনের যোগ্য।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে।
• নির্বাচন পদ্ধতি:- প্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং কম্পিউটারের দক্ষতা যাচাইয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে।
• ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন-এর তারিখ:- ৩ ও ৪ ই জানুয়ারি, ২০২২
• অফিশিয়াল নোটিফিকেশন:- Link
• অফিশিয়াল ওয়েবসাইট- Click
• আরো চাকরির খবর পড়ুন- Link