পোস্ট অফিসে মাধ্যমিক পাশে সরাসরি গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ – Recruitment at Group-D post at post office of West Bengal
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগটি করা হবে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে। যেকোনো পশ্চিমবঙ্গবাসী এই পদের জন্য আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
(ক) পোস্টের নাম:- Engagement of Outsource Postal Agent
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতাসম্পন্ন হতে হবে। এছাড়াও কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
• আবেদন পদ্ধতি:- এখানে আলাদা করে কোনো আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ ইন্টারভিউ স্থানে পৌঁছে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ দেওয়ার দিন একটি বায়ো ডাটা বানিয়ে তার সঙ্গে সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস ও পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে হবে।
• নির্বাচন পদ্ধতি:- কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।
• নিয়োগের স্থান:- বাঁকুড়া হেড পোস্ট অফিস, বিষ্ণুপুর এমডিজি, কোটালপুর এস.ও, খাতরা এস.ও, MTPS S.O
• ইন্টারভিউয়ের তারিখ:- ১৭ ই জানুয়ারি,২০২২; সকাল ১১ টা।
• ইন্টারভিউয়ের স্থান:- সুপারিনটেনডেন্ট অফ পোস্ট অফিস, বাঁকুড়া ডিভিশন, বাঁকুড়া।