মাধ্যমিক পাশে ভারতীয় ডাক বিভাগে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ । Recruitment at Group-D post in Indian post office
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে গ্রুপ-ডি সহ আরও কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে কোনো ভারতীয় মহিলা-পুরুষ সকলেই আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• পোস্টের নাম:- যে পদের জন্য প্রার্থী নিয়োগ করা হবে সেটি হলো- স্টাফ কার ড্রাইভার (অর্ডিনারি গ্রেড)
• শূন্যপদ:- সমস্ত ডিভিশন মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ১৭ টি।
° মেল মটো সার্ভিস কোইম্বাটুর:- শূন্যপদ- ১১ টি।
° এরোদ ডিভিশন:- শূন্যপদ- ২ টি।
° নীলগিরি ডিভিশন:- শূন্যপদ- ১ টি।
° সালেম পশ্চিম ডিভিশন:- শূন্যপদ- ২ টি।
° তিরুপুর ডিভিশন:- শূন্যপদ- ১ টি।
• বয়স:- সাধারণত পদগুলির ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-৫৬ এর মধ্যে।
• যোগ্যতা:- প্রার্থীর নূন্যতম যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে, অফলাইনে আবেদনপত্রটি ফিলাপ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস ও অন্যান্য ডকুমেন্টস সংযুক্ত করে সেটিকে পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
• আবেদনের শেষ তারিখ:- আবেদনের শেষ তারিখ ১০ ই মার্চ, ২০২২
• আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- The Manager, Mail Motor Service, Goods shed Road, Coimbatore, 641001
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link