রাজ্যের স্বাস্থ্য দপ্তরে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রচুর পদে কর্মী নিয়োগ । Recruitment at health department of West Bengal
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রচুর পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি করা হবে উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
(ক) পদের নাম:- স্টাফ নার্স
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ২ টি (SC- ১, ST- ১)।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের নীচে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে GNM নার্সিং পাশ হতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২৫,০০০ টাকা।
(খ) পদের নাম:- মেডিক্যাল অফিসার
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ৩ টি।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের নীচে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (MCI) দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে MBBS পাশ হতে হবে। তার সঙ্গে ১ বছরের ইন্টার্নশিপ করে থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৬০,০০০ টাকা।
(গ) পদের নাম:- GDMO
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ৯ টি (UR) ।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের নীচে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে MBBS পাশ হতে হবে। তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের আন্ডারে রেজিস্টার থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৬০,০০০ টাকা।
(ঘ) পদের নাম:- স্পেশালিস্ট
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ২ টি ।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের নীচে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (MCI) দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে G & O ডিসিপ্লিনে পোস্ট গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা করে থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৭০,০০০ টাকা।
(ঙ) পদের নাম:- স্পেশালিস্ট
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ২ টি ।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের নীচে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (MCI) দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Pediatrician ডিসিপ্লিনে পোস্ট গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা করে থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৭০,০০০ টাকা।
(চ) পদের নাম:- GNM
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ১ টি (SC) ।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১-৪০ বছরের নীচে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে B.Sc নার্সিং অথবা GNM নার্সিং কোর্স করে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২৫,০০০ টাকা।
(ছ) পদের নাম:- মেডিক্যাল অফিসার
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ১ টি (UR) ।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৭০ বছরের নীচে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে NACO এর MBBS ট্রেইন্ড হতে হবে। তার সঙ্গে WBMC এ রেজিস্টার থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৫০,০০০ টাকা।
(জ) পদের নাম:- সিনিয়র মেডিক্যাল অফিসার
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ১ টি (UR) ।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৭০ বছরের নীচে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে MBBS পাশ হতে হবে এবং যেকোনো মেডিক্যাল বিভাগে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৬০,০০০ টাকা।
(ঝ) পদের নাম:- ক্লিনিক্যাল সাইকোলজিস্ট/ সাইকোলজিস্ট
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ১ টি (UR) ।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের নীচে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে সাইকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৩০,০০০ টাকা।
(ঞ) পদের নাম:- GNM
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ২ টি (UR- ১, SC- ১) ।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের নীচে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল কিংবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে GNM নার্সিং কোর্স করে থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২৫,০০০ টাকা।
(ট) পদের নাম:- মেডিক্যাল অফিসার
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদের সংখ্যা ১ টি (UR) ।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১-৪০ বছরের নীচে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল কিংবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে MBBS পাশ করে থাকতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২৫,০০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- এই পদের জন্য আলাদা করে আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে উপস্থিত হতে হবে এবং অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে একটি আবেদন ফর্ম দেওয়া রয়েছে সেটিকেও সঠিক ভাবে পূরন করে সঙ্গে নিয়ে যেতে হবে।
• ইন্টারভিউয়ের তারিখ ও সময়:- ২০ শে এপ্রিল, ২০২২; সকাল ১০ টা ৪৫ মিনিট।
• ইন্টারভিউয়ের স্থান:- Office of the Chief Medical Officer of Health, Uttar Dinajpur, Karnojora, Raiganj
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।