মাধ্যমিক পাশ যোগ্যতায় রেল দপ্তরের পশ্চিমবঙ্গ শাখায় কর্মী নিয়োগ । Recruitment at Indian Railway
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। মাধ্যমিক পাশ যোগ্যতায় ভারতীয় রেলের ইস্টার্ন ডিভিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গের কলকাতার শিয়ালদা ডিভিশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদন শুরুর তারিখ:- আবেদনের শেষ তারিখ ২ রা ফেব্রুয়ারি,২০২২;
• আবেদনের শেষ তারিখ:- আবেদনের শেষ তারিখ ২২ শে ফেব্রুয়ারি,২০২২;
(ক) পোস্টের নাম:- হল্ট কন্ট্রাকটার ফর সেলিং অফ টিকেটস
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে।
অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে অফলাইন ফর্ম পেয়ে যাবেন সেখান থেকে প্রিন্ট আউট করে আবেদন করুন। আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে পোস্ট অফিসের মাধ্যমে বা স্পিড পোষ্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
• আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- Sr. Divisional Commercial Manager’s Office, Eastern Railway, Sealdah, DRM Building, Room No-44, Kaizer Street, Kolkata- 700014
• নিয়োগ পদ্ধতি:- কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।