মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ রেশম শিল্পে কর্মী নিয়োগ। তসর বন্ধু পদে নিয়োগ
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ রেশম শিল্প অধিকার দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রেশম শিল্পে কর্মী নিয়োগ
• আবেদনের শেষ তারিখ:- আবেদনের শেষ তারিখ ৭ ই জানুয়ারি,২০২২; বিকেল ৪ টা পর্যন্ত
(ক) পোস্টের নাম:- তসর বন্ধু।
• শূন্যপদ:- ২ টি।
• বয়স:- বিভিন্ন পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২৫-৪৫ এর মধ্যে। বয়স হিসেব করতে হবে ১ লা জানুয়ারি,২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ যোগ্যতাসম্পন্ন হতে হবে। এছাড়াও তসর চাষের সাধারণ জ্ঞান ও স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তসর চাষ সংক্রান্ত প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ৫,০০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে। দরখাস্তের ফর্ম রানিবাঁধ ব্লক অফিস থেকে পাওয়া যাবে অথবা বাঁকুড়া জেলার নির্দিষ্ট ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
• আবেদনপত্রের সঙ্গে যেসব প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে:-
(১) ভোটার কার্ড
(২) আধার কার্ড
(৩) রেসিডেন্সিয়াল প্রুফ
(৪) আবেদনকারী ত ষচ্চাশি পরিবারভুক্ত কিনা সেই সংক্রান্ত একটি শংসাপত্র।
• আবেদনকারীর যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় একটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং তসর চাষীদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য একটি বাইসাইকেল স্মার্টফোন থাকতে হবে।
• আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:- আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র একটি মুখবন্ধ খামে ভরে রানিবাঁধ ব্লকের ড্রপবক্সে জমা দিতে হবে।
• নির্বাচন পদ্ধতি:- ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।
• ইন্টারভিউ- এর তারিখ ও সময়:- ১০ ই জানুয়ারি, ২০২২; সকাল ১১ টা থেকে।
• ইন্টারভিউ এর স্থান:- রানিবাঁধ ব্লক অফিস।
• নিয়োগের স্থান:- বাঁকুড়া জেলার অন্তর্গত রানিবাঁধ ব্লকে নিয়োগ করা হবে। প্রার্থীকে অবশ্যই রানিবাঁধ ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link