উচ্চমাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে পাট কর্পোরেশনে গ্রুপ-সি কর্মী নিয়োগ । Recruitment at Jute Corporation Of West Bengal
ভারতীয় পাট কর্পোরেশন নিগমের তরফ থেকে পশ্চিমবঙ্গ সার্কেলে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগটি করা হবে কলকাতায়। যেকোনো পশ্চিমবঙ্গবাসী এই শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদন শুরুর তারিখ:- আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ২৪ শে ডিসেম্বর,২০২১ তারিখে।
• আবেদনের শেষ তারিখ:- ১৩ ই জানুয়ারি, ২০২২
(ক) পোস্টের নাম:- অ্যাকাউন্টেন্ট।
• শূন্যপদের সংখ্যা:- ১২ টি।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এম.কম/বি.কম পাশ হতে হবে। এছাড়াও যথাক্রমে ৫ ও ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২৮,৬০০-১,১৫,০০০ টাকা।
চাকরির খবরঃ সমবায় ব্যাঙ্কে ক্লার্ক সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ
(খ) পোস্টের নাম:- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট।
• শূন্যপদের সংখ্যা:- ১১ টি।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোন শাখায় স্নাতক হতে হবে। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া আবশ্যক। মিনিটে ৪০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এমএস ওয়ার্ড এর কাজে দক্ষ হতে হবে।
• বেতন:- এই পদের জন্য মাসিক বেতন ২১,৫০০-৮৬,০০০ টাকা।
চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক
(গ) পোস্টের নাম:- জুনিয়র ইন্সপেক্টর।
• শূন্যপদের সংখ্যা:- ৪০ টি।
• যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও পাট কেনাবেচা ও স্টোর, পাট সংক্রান্ত যাবতীয় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির খবরঃ রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ
• বয়স:- উপরের পদগুলির জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩০ বছর। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। অফিশিয়াল ওয়েবসাইট https://jci.onlineregistration.org/JCI/ এ গিয়ে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতার সমস্ত নথিপত্র (৫০kb-৬০০kb এর মধ্যে ), এছাড়াও আবেদনকারীর সই (৫-৫০kb এর মধ্যে), সম্প্রতি পাসপোর্ট সাইজের কালার ফটো(১১-৮০ kb এর মধ্যে) জেপিজি ফরম্যাটে স্ক্যান করে দিতে হবে ।
• আবেদন ফি:- জেনারেল/EWS/OBC দের ক্ষেত্রে আবেদন ফি ২০০ টাকা। বাকি SC/ST/PWD দের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি লাগবে না।
• নিয়োগ পদ্ধতি:- কম্পিউটার বেসড টেস্ট(CBT) এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করার পর যোগ্য প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফাই করে নিয়োগ করা হবে।
• ফর্ম ফিলাপ ও চাকরি সংক্রান্ত কোনো রকম জিজ্ঞাসা থাকলে পাট কর্পোরেশন এর হেল্পলাইন নাম্বার 022- 62507790 সকাল ৯ টা থেকে- সন্ধ্যে ৬ টা পর্যন্ত ফোন করে অথবা jcilrect@onlineregistrationonform.org এই হেল্পলাইন ইমেইলে মেইল করে জেনে নিতে পারবেন।
চাকরির খবরঃ রাজ্যের বিভিন্ন প্রাইমারি ও হাই স্কুলে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ
• অফিশিয়াল নোটিফিকেশন:- Link
• অফিশিয়াল ওয়েবসাইট- Click
• আরো চাকরির খবর পড়ুন- Link